Bengal Restrictions| আরও এক দফা বিধিনিষেধ || কোন রুটে বাস নামছে, কী কী খোলা জানুন...

Last Updated:

Bengal Restrictions| রাস্তায় বাস নামায় কিছুটা হলেও সুরাহা হবে নিত্যযাত্রীদের, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে নতুন পর্যায়ের বিধি-নিষেধ (Bengal Restrictions)। এই পর্যায়ের বিধিনিষেধে আগের নিয়মগুলি বজায় থাকলেও এবার রাস্তায় নামতে চলেছে সরকারি-বেসরকারি বাস। তা ছাড়া চলবে অটো -টোটো। যদিও বন্ধ থাকছে ট্রেন এবং মেট্রো। স্টাফ স্পেশাল ট্রেন যেমন চলছিল তেমনই চলবে। তবে রাস্তায় বাস নামায় কিছুটা হলেও সুরাহা হবে নিত্যযাত্রীদের, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
মুখ্যমন্ত্রী বাস রাস্তায় নামানোর শর্তাশর্ত বেঁধে দিয়েছেন। স্পষ্টই জানিয়েছেন, বাসে ৫০ শতাংশ লোক নেওয়া যাবে এখন। রাস্তায় নামতে গেলে বাস চালক, কন্ডাক্টর ও অন্যান্য কর্মীদের ভ্যাকসিনেশন বাধ্যতামূলক। যাত্রী বা চালক,সংশ্লিষ্ট প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে হবে।
সূত্রের খবর এই মুহূর্তে রাজ্য পরিবহণ নিগম বাস চালাবে ৮০০টি। চাহিদা বাড়লে বাস চলবে ১১০০টি। সূত্রের খবর ডেলি প্যাসেঞ্জারদের কথা মাথায় রেখেই কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাবরা, রাণাঘাট রুটে জোর দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
প্রসঙ্গত প্রাথমিক ভাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে ৭৫০টি।জোর দেওয়া হবে বর্ধমান, মূর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায়।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে ৫০০টি। কলকাতা-শিলিগুড়ি, শিলিগুড়ি-কোচবিহার, মালদহ-আলিপুরদুয়ার রুটেই বেশি বাস চলাচল করবে।
উল্লেখ্য আজ থেকে রাজ্যের সেলুন বিউটিপার্লারগুলো আংশিকভাবে খুলছে। আপাতত সকাল ১১ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত পার্লার খোলা থাকবে। মেয়াদ বাড়ছে বাজার খোলার। সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাজার খোলা রাখা যাবে। সাধারণ দোকানপাট খুলবে সকাল ১১ টা থেকে রাত 8 টা পর্যন্ত। খুলবে জিমও। এছাড়া বেসরকারি অফিস গুলিতে ৫০ শতাংশ লোক নিয়ে কাজ চালানো যাবে আপাতত। সামাজিক অনুষ্ঠানে ৫০ জন অতিথি সংখ্যা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Restrictions| আরও এক দফা বিধিনিষেধ || কোন রুটে বাস নামছে, কী কী খোলা জানুন...
Next Article
advertisement
Left TMC Alliance in Purba Medinipur: বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
  • পূর্ব মেদিনীপুরে জোট বাঁধল বাম-তৃণমূল৷

  • সমবায় ভোটে বিজেপিকে হারাতে জোট৷

  • জোট বেঁধে সমবায় জোটে জয় বাম-তৃণমূল জোটের৷

VIEW MORE
advertisement
advertisement