Forward Bloc|| নেতাজির দলে বিদ্রোহ, 'প্রধান ফটকে' আঘাত হানার হুঁশিয়ারি ফরওয়ার্ড ব্লকের বিক্ষুব্ধদের

Last Updated:

Forward Bloc: কার্যত আড়াআড়ি ভাবে বিভক্ত দলে বিক্ষুব্ধদের অভিযোগ, দলের পতাকার পরিবর্তন কেনও করছেন নেতৃত্ব তা স্পষ্ট নয়।

#কলকাতা: তলায় তলায় প্রস্তুতি চলছিল বেশকিছু দিন ধরেই। সোমবারই নিজেদের অস্তিত্ব জানান দিয়ে হুঙ্কার দিতে শুরু করেছে বিক্ষুব্ধরা। সম্প্রতি প্রেস ক্লাবে রীতিমতো সাংবাদিক বৈঠক করেছে বিক্ষুব্ধরা বিক্ষুব্ধদের নেতৃত্বে রয়েছেন দলের দুই তরুণ নেতা। একজন দলের প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ৷ অন্যজন সুদীপ বন্দোপাধ্যায়। নেতৃত্বের বিরুদ্ধে একরাশ অভিযোগ বিক্ষুব্ধদের। কার্যত আড়াআড়ি ভাবে বিভক্ত দলে বিক্ষুব্ধদের অভিযোগ, দলের পতাকার পরিবর্তন কেনও করছেন নেতৃত্ব তা স্পষ্ট নয়। নিচুতলার কর্মীদের জবাব দেওয়ার দায় রয়েছে নেতৃত্বের। পতাকা পরিবর্তনের কোনও কারণ নেই। তাই পুরনো পতাকা ব্যবহার করার পক্ষেই রয়েছেন দলের প্রতিষ্ঠা দিবসে কাস্তে হাতুড়ি বাদ দিয়ে শুধুমাত্র লম্ফমান বাঘের প্রতীক দেওয়া পতাকাটি উত্তোলন করার কথা জানিয়েছেন নেতৃত্ব।
আরও পড়ুন: শিলাবৃষ্টিতে ফুটো হয়েছে টিনের চাল, ৫ হাজার ত্রিপল চাইলেন বিজেপি বিধায়ক
দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, "আমরা কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সাথে যেহেতু নেই সেহুতু পতাকার অংশটুকু পরিবর্তন করলাম। আমরা কৃষক ও শ্রমিকের পাশে দাঁড়িয়ে লড়বো। সুভাষ চন্দ্র ভারতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন কৃষি এরপরে শিল্প। তাই এটাকেই গুরুত্ব দিয়ে দেখবে দল। অনেকে বিব্রত হচ্ছে এটা শ্রমিক শ্রেণির পার্টি রইল না। বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থায় একটা পার্টি তৈরি হল। তাঁরা ঠিক ভাবছেন না। সুভাষ চন্দ্র যে বামপন্থী তা নিয়েও প্রশ্ন উঠেছিলো। কিন্তু আজ সেটা দিনের আলোর মতো পরিষ্কার। বরং এখন মানুষ বলছে ভারতীয় বামপন্থার জনক সুভাষ চন্দ্র। দীর্ঘদিন আমরা পতাকায় কাস্তে হাতুড়ি ব্যবহার করেছি আন্তর্জাতিকতার কথা বলেছি। এখনও বলব। সুভাষ চন্দ্রের চাইতে বড় আন্তর্জাতিক বিশ্লেষক ভারতে আজ পর্যন্ত কোনও নেতা জন্মায়নি। তাই এই বিষয়ে তিনিই আমাদের আইকন।"
advertisement
সুদীপ বলেন, "পতাকা পরিবর্তনের যে কারণ নেতারা বলছেন তার কোনও ভিত্তি নেই। নেতৃত্ব নিজেদের সিদ্ধান্ত নিচূতলার উপর চাপিয়ে দিচ্ছে। আমরা এর প্রতিবাদ করেছি। দল দিন দিন ক্ষয়িষ্ণু হচ্ছে অযোগ্য নেতৃত্রের কারণে। আমরাই দলের মধ্যে সংখ্যা গরিষ্ঠ। কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। সত্যি কথা বললে শাস্তি দেওয়া হচ্ছে।" আলি ইমরান রামজ বলেন, "নেতৃত্বের মধ্যে অনেকেই দুর্নীতির সাথে যুক্ত। আমরা সবে শুরু করেছি। সেইসব নেতদের মুখোশ টেনে খুলে দেব।"
advertisement
advertisement
UJJAL ROY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Forward Bloc|| নেতাজির দলে বিদ্রোহ, 'প্রধান ফটকে' আঘাত হানার হুঁশিয়ারি ফরওয়ার্ড ব্লকের বিক্ষুব্ধদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement