Alifa Ahmed: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই সাধারণ IT কর্মী থেকে এই চেয়ারে...' শপথ নিয়ে কী বললেন আলিফা?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
শপথ নিয়ে নব নির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ বলেন, 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদের কারণেই আজ সাধারণ IT কর্মী থেকে এই চেয়ারে এসে বসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাইড করেছেন। আমার বাবা যেভাবে সেবা করেছেন, আমিও সেই ভাবে করব। আস্থা ও ভরসা বজায় রাখব। এলাকায় উন্নয়ন করব।'
কলকাতা: কালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সেই আসনেই জয়ী তৃণমূল। বুধবার বিকেল ৩টের সময় বিধানসভার অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করালেন আলিফা আহমেদকে। কোনও জটিলতা, কোনও দড়ি টানাটানি ছাড়াই আজ সম্পন্ন হল নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদের শপথ। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, ‘নতুন বিধায়ক শপথ নিলেন আজ। আশা করি হাউজের প্রত্যাশা পূরণ করবেন। বিধানসভার গরিমা বজায় রাখবেন।’
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, ‘এই গণতান্ত্রিক ব্যবস্থায় উনি দায়িত্ব পালন করবেন সেই আশা রাখি। নতুন বিধায়ক যাতে যথাযথ ভাবে সক্রিয়ভাবে কাজ করতে পারে সেটা দেখব।’ মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, ‘নানা কাজে অভিজ্ঞতা আছে, বিশেষ করে আইটি সেক্টরে কাজ করতেন। আশা করি যথাযথ ভাবে কাজ করবেন। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘নতুন সদস্যকে অনেক অভিনন্দন। ওঁর বাবা আমাদের বন্ধু ছিল। বাবার অসমাপ্ত কাজ শেষ করবে আশা রাখি। সবার জন্য যেন কাজ করে।’ চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘নতুন বিধায়ক কালীগঞ্জ থেকে এসেছে। মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আরও বেশি করে পরিষদীয় রাজনীতিতে সংযুক্ত করে দেন। আশা করি আলিফা গরিমা বজায় রাখবে। ওর বাবার মতোই মানুষের কাজ করবেন।’ মলয় ঘটক বলেন, ‘দীর্ঘ পথ পেরোতে হবে। ওর বাবার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। ওর বাবা আমাদের পাবলিক প্রসিকিউটর ছিলেন। বাবার থেকে কাজ শিখেছে। আশা করি সেটা বজায় থাকবে।’
advertisement
advertisement
শপথ নিয়ে নব নির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর আশীর্বাদের কারণেই আজ সাধারণ IT কর্মী থেকে এই চেয়ারে এসে বসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাইড করেছেন। আমার বাবা যেভাবে সেবা করেছেন, আমিও সেই ভাবে করব। আস্থা ও ভরসা বজায় রাখব। এলাকায় উন্নয়ন করব।’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 6:57 PM IST