নেই কোনও সুরক্ষা দক্ষিণেশ্বর কাণ্ডের পরেও হুঁশ ফেরেনি মেট্রো কর্তৃপক্ষের

Last Updated:

দক্ষিণেশ্বর মেট্রোর মধ্যে ছাত্র খুনের ঘটনার পরেও হুঁশ ফেরে নি মেট্রো কর্তৃপক্ষের,মেট্রো স্টেশনে আজকেও চোখে পড়ল গা ছাড়া মনোভাব এবং ঢিলে ঢালা নিরাপত্তা। এই মনোভাব নিয়েই মেট্রো কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন মেট্রোযাত্রীরা

কিছুতেই হুঁশ ফিরছে না কলকাতা মেট্রোর
কিছুতেই হুঁশ ফিরছে না কলকাতা মেট্রোর
কলকাতা: দক্ষিণেশ্বর মেট্রোর মধ্যে ছাত্র খুনের ঘটনার পরেও হুঁশ ফেরে নি মেট্রো কর্তৃপক্ষের,মেট্রো স্টেশনে আজকেও চোখে পড়ল গা ছাড়া মনোভাব এবং ঢিলে ঢালা নিরাপত্তা। এই মনোভাব নিয়েই মেট্রো কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন মেট্রোযাত্রীরা
গতকাল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ভিতরে বাগবাজার হাই স্কুলের সহপাঠী এক বন্ধুর হাতে খুন হয় আরেক বন্ধু। ওই নাবালক পকেটে ধারালো অস্ত্র নিয়ে কি করে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকলো তা নিয়ে প্রশ্ন উঠছে? অভিযুক্ত রানা সিংকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।।গতকালই মেট্রোরেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
গতকালের পর আজ সকালেও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দেখা গেল ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা।।মেট্রো স্টেশনে ঢোকার মুখে নেই কোনো আরপিএফ কর্মী। স্টেশনের ভেতরে দূরে এক জায়গায় দাঁড়িয়ে একে অপরের সঙ্গে গল্প করতে দেখা গেল আরপিএফ কর্মীদের। এমন ছবিই ধরা পড়ল নিউজ18 বাংলার ক্যামেরায়। আর গতকালের এই ঘটনায় প্রবল আতঙ্কিত মেট্রো যাত্রীরা। এই ঘটনার জন্য মেট্রো কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতিকেই দায়ী করলেন মেট্রোযাত্রীরা। কেন পর্যাপ্ত পরিমাণে আরপিএফ ও জিআরপি কর্মীরা মেট্রো স্টেশনের নিরাপত্তার দায়িত্বে নেই এই নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নেই কোনও সুরক্ষা দক্ষিণেশ্বর কাণ্ডের পরেও হুঁশ ফেরেনি মেট্রো কর্তৃপক্ষের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement