মার্কিন নির্বাচনেও ‘হোক কলরব’! ট্রাম্পের মনের কথা ট্যুইট করলেন মিথিলা, শোরগোল নেটপাড়ায়

Last Updated:

স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের মনে এখন ‘হোক কলরব’!

#কলকাতা: যাদবপুরের আন্দোলনেই শেষ নয়, এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ‘হোক কলরব’ ৷ অর্ণবের জনপ্রিয় গানের প্রসঙ্গ উঠল এই দশকের সবথেকে আকর্ষণীয়, উত্তেজনা পূর্ণ, নাটকে ভরা রাষ্ট্রপতি নির্বাচনেও ৷ স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের মনে এখন ‘হোক কলরব’!
ব্যাপারটা আসলে পুরোটাই মস্করা ৷ ট্রাম্পের মিমে ছেড়ে গিয়েছে ট্যুইটার ৷ হারের পরও পরাজয় স্বীকার করতে নারাজ এই মার্কিন প্রেসিডেন্ট ৷ ফলাফল ঘোষণারও পরই তা মানতে চাইছেন না ট্রাম্প ৷ হুমকি, নালিশ, কোর্ট কোনও কিছুই বাদ রাখেননি প্রাক্তন প্রেসিডেন্ট তবুও এই তথ্য তার কিছুতেই মাথায় ঢুকছে না লাল রিপাবলিকান প্রদেশগুলো রঙ পাল্টে কবে নীল ডেমোক্র্যাট হয়ে গেল? মিমপ্রেমীরাই বুঝেছে ট্রাম্পের যন্ত্রণা ৷ তাই তাঁর ঠোঁটে বসিয়ে দেওয়া হয়েছে অর্ণবের বিখ্যাত গান, হোক কলরবের একটি লাইন- ‘লালগুলো সব নীল হল ক্যান’ ৷ মজা করে সেই মিমই ট্যুইট করেছেন অর্ণবের মামাতো বোন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ৷ মুহূর্তে ভাইরাল সেই মজার ট্যুইট ৷
advertisement
advertisement
প্রায় ৯০ ঘণ্টার অপেক্ষার অবসান ৷ টানা ৪ দিনের টানটান উত্তেজনা শেষে, আইনি লড়াই, হুমকি, বিক্ষোভ আর জটিলতা কাটিয়ে স্পষ্ট হল প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা পিছনে ফেলে জয় ছিনিয়ে নিলেন জো বাইডেন। আমেরিকায় ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন বাইডেন। জানুয়ারিতে শপথগ্রহণের পরই হোয়াইট হাউসের বাসিন্দা হবেন বাইডেন। তার আগেই তল্পিতল্পা নিয়ে সাদা বাড়ি ছাড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে।
advertisement
প্রথম থেকেই ছিল সমানে সমানে ভোটের লড়াই। বড় চমক দিয়ে ডেমোক্র্যাটদের ঘাঁটি বলে পরিচিত কয়েকটি রাজ্যে জিতে নেন ট্রাম্প। তবে সুইং স্টেটগুলিতে এগিয়ে ছিলেন বাইডেন। বৃহস্পতিবার রাত থেকেই ট্রাম্পকে অনেকটা পিছনে ফেলে দেন ডেমোক্র্যাট প্রার্থী। তবে ম্যাজিক ফিগার অর্থা‍ৎ ২৭০টি ইলেকট্রোরাল কলেজের গন্ডি পার করার কাজটা সহজ হয়নি। এরই মধ্যে ভোটে কারচুপির অভিযোগ তুলে তোপ দাগা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। ভোটে কারচুপির অভিযোগে মার্কিন সুপ্রিম কোর্টে মামলা করেন ট্রাম্পের উপদেষ্টারা। তাতে অবশ্য ভোটের রেজাল্ট বদলায়নি ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
মার্কিন নির্বাচনেও ‘হোক কলরব’! ট্রাম্পের মনের কথা ট্যুইট করলেন মিথিলা, শোরগোল নেটপাড়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement