Accident: ধাক্কা মেরে পালাচ্ছে গাড়ি, পিছনে ধাওয়া করছে অন্য একটি গাড়ি! সিনেমা নয়, মা ফ্লাইওভারের ওপরেই...তারপর যা হল..
- Published by:Ankita Tripathi
- Written by:Arpita Hazra
Last Updated:
স্কুটি চালককে ধাক্কা মেরে চম্পট দিয়েছিল প্রাইভেট গাড়ির চালক। তখন অন্য এক প্রাইভেট গাড়ির চালক সিনেমার মতো ধাওয়া করে ঘাতক গাড়ির চালককে পাকড়াও করে।
কলকাতা: মা ফ্লাইওভারে গাড়ি নিয়ে ধাওয়া করে ঘাতক গাড়ির চালককে পাকড়াও করল অন্য গাড়ির চালক। রীতিমতো ফ্লিমি কায়দায় ধাওয়া করে ওই চালক। মা ফ্লাইওভারে বাইক আরোহীকে ধাক্কা মেরে ঘাতক গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা বানচাল করল অন্য এক প্রাইভেট গাড়ির চালক।
মা ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী। অভিযোগ বাইক আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যেতে চাচ্ছিল প্রাইভেট গাড়ির চালক। সেইসময় অন্য এক প্রাইভেট গাড়ির চালক ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে ঘাতক গাড়ির চালককে। জানা গিয়েছে আহত স্কুটি চালকের নাম যোগেশ সনি।
advertisement
advertisement
কিছু ক্ষণের মধ্যেই স্কুটি চালক আসেন ও ঘাতক গাড়ির চালকের সঙ্গে শুরু হয় চরম বচসা । জে. ডব্লিউ. মেরিয়েট এর সামনেই ঘটে এই দুর্ঘটনা। ধাওয়া করে পার্ক সার্কাসের কাছে এসে ঘাতক গাড়ির চালককে ধরে ফেলে প্রাইভেট গাড়িটি। আহত গাড়ি চালকের দাবী, তিনি অফিস যাচ্ছিলেন স্কুটি করে। আচমকা প্রাইভেট গাড়ি এসে ধাক্কা মারে। এমনকি ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়ি নিয়ে। আহত অবস্থায় পড়ে ছিলেন যোগেশ সনি।
advertisement
এই কাণ্ড দেখে অন্য এক প্রাইভেট গাড়ির চালক ঘাতক গাড়িকে ধাওয়া করে পার্ক সার্কাসের কাছে এসে হাতে নাতে পাকড়াও করে ওই ঘাতক গাড়ির চালককে। ঘাতক গাড়ির চালক জানান , ‘‘তিনি ধাক্কা মারেনি। লেগে গিয়েছে। তবে ঘটনাস্থল থেকে ভয় পেয়ে তিনি চম্পট দেন।’’ অন্য দিকে যিনি ঘাতক গাড়িকে ধরেছেন তাঁর দাবী, স্কুটি চালককে ধাক্কা মেরে ইচ্ছে করেই চম্পট দেয় ওই ঘাতক গাড়ির চালক। খবর দেওয়া হয় পুলিশকে।
advertisement
মা ফ্লাইওভারে এর আগে বহুবার দুর্ঘটনা ঘটেছে। আর এবারও সেই বেপরোয়া গতিতে প্রাইভেট গাড়ি ধাক্কা দেয় স্কুটি চালককে। যদিও আহত স্কুটি চালকের হাতে পায়ে ও শরীরে একাধিক জায়গায় আঘাত লাগে। তিনি স্কুটি থেকে আচমকা ধাক্কা মারার কারণে ছিটকে পড়ে যান ব্রিজের উপর স্কুটি থেকে। পরে অন্যদের সহযোগিতায় তাঁকে তুলে আনা হয়।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2024 1:17 PM IST