Abhishek Banerjee encourages Subhrangshu Roy: 'শক্ত হয়ে মন দিয়ে কাজ করো', শুভ্রাংশুকে উদ্বুদ্ধ করলেন অভিষেক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন মুকুল রায়ের (Mukul Roy)সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা সারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ আগামী দিনে দল কীভাবে এগোবে, মুকুল এবং শুভ্রাংশুর সঙ্গে তা নিয়েও কথা হয়েছে অভিষেকের (Abhishek Banerjee)৷
#কলকাতা: 'শক্ত হয়ে মন দিয়ে কাজ করো৷' শুভ্রাংশুকে ভাইয়ের মতো কাছে টেনে নিয়ে কাজ করার পরামর্শ দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। শুক্রবারও তৃণমূল ভবনে যোগদানের সময় অভিষেকই উত্তরীয় পরিয়ে মুকুল রায় এবং শুভ্রাংশুকে। শনিবার শুভ্রাংশুকে নিয়েই অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে যান মুকুল রায়। সেখানেই অভিষেক ফের একবার শুভ্রাংশুকে উৎসাহ জোগান৷
মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক৷ এই মুহূর্তে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ মায়ের শারীরিক অবস্থার কথা ভেবেই উদ্বিগ্ন শুভ্রাংশু৷ তার উপর নির্বাচনেও পরাজিত হয়েছেন তিনি৷ এই পরিস্থিতিতে নিজের প্রায় সমবয়সি শুভ্রাংশুকে মানসিক ভাবে উদ্বুদ্ধ করে চলেছেন অভিষেক৷ কয়েকদিন আগে অভিষেক নিজেই মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন৷ সেখানেও শুভ্রাংশুর সঙ্গে কথা হয় তাঁর৷ এই ঘটনার পরেই মুকুল এবং শুভ্রাংশুর তৃণমূলে ফেরার জল্পনা আরও জোরাল হয়৷
advertisement
এর পাশাপাশি এ দিন মুকুল রায়ের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা সারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ আগামী দিনে দল কীভাবে এগোবে, মুকুল এবং শুভ্রাংশুর সঙ্গে তা নিয়েও কথা হয়েছে অভিষেকের৷ বেশ কয়েকজন বিধায়কের তৃণমূলে যোগদান নিয়েও কথা হয়। সূত্রের খবর, তৃণমূলের তরফে কয়েকদিনের মধ্যেই বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হবে৷ তাতে মুকুল এবং শুভ্রাংশুর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে বলেই খবর৷ প্রসঙ্গত, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, আগের মতোই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মুকুল রায়৷
advertisement
advertisement
ইতিমধ্যেই খবর মিলেছে, তৃণমূলে যোগ দেওয়ার পরই বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এবং উত্তরবঙ্গের দুই সাংসদের সঙ্গে ফোনে কথা হয়েছে মুকুল রায়ের৷ ফলে পুরনো দলে ফিরেই ফের স্বমহিমায় মুকুল৷
Kamalika Sengupta
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2021 9:38 PM IST