Crime News: চরম নৃশংস! বাড়ি করার তোলাবাজির টাকা না দেওয়ায় অন্ত্বসত্তার পেটে লাথি, পরিণতি ভয়ঙ্কর

Last Updated:

Crime News: আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। ঘটনার সূত্রপাত ১২ই অগাস্ট বেলা ১১টা নাগাদ। উল্টোডাঙার ১২ নম্বর কৃত্তিবাস মুখার্জি রোডে একটি বাড়ি তৈরি করা নিয়ে গন্ডগোল।

কলকাতা: আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। ঘটনার সূত্রপাত ১২ই অগাস্ট বেলা ১১টা নাগাদ। উল্টোডাঙার ১২ নম্বর কৃত্তিবাস মুখার্জি রোডে একটি বাড়ি তৈরি করা নিয়ে গন্ডগোল।এলাকাটি বস্তি এলাকা।মিন্টু মাইতি নামে এক ব্যক্তি তিনি তার ইঁটের এক চিলতে বাড়ির ওপরটা একচিলতে বাড়িয়ে দোতলা মত করতে যান। কোনও ক্ষেত্রেই কংক্রিটের ছাদ নেই। ওপরটায় টিন দিয়ে ঢেকে দেন। ওই বাড়ি করতে গেলে পাড়ার সোনা-পচা তাদের কাছে টাকা দাবি করে বলে অভিযোগ।টাকা না দিলে বাড়ি করা যাবে না।সেই টাকা দিতে পারেনি বলে,আজ বেলা এগারোটা নাগাদ মিন্টু বাবুর বোনকে এবং মিন্টু বাবুর গর্ভবতী স্ত্রী রিনা মাইতিকে সোনা-পচারা লোকজন নিয়ে এসে মারধর করে।তাতে মিন্টু বাবুর স্ত্রী অন্ত্বসত্তা রীনা মাইতি আঘাত প্রাপ্ত হন। পরে বিষয়টি উল্টো ডাঙ্গা থানা পর্যন্ত গড়ায় ।
মিন্টু ও তার বোন প্রথমে স্থানীয় কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউতের কাছে গিয়েছিল,বাড়িটি তৈরি করবার অনুমতি চাইতে।অনিন্দ্য সুন্দর রাউত অনুমতি দেন এবং বলে দেন থানাকে একবার জানিয়ে বাড়িটি করবার জন্য।কিন্তু সোনা-পচারা বাধ সাধে বাড়িটি করা নিয়ে।  অভিযোগ,এই ঘটনা নিয়ে রীতিমতো মারধর চালায় সোনা পচার দলবল।সেই সময় মিন্টু বাবুর হয়ে পাড়ায় যারা প্রতিবাদ করতে এগিয়ে এসেছিলেন, মিন্টুর স্ত্রী ও বোনের সঙ্গে তাদেরও মারধর করে সোনা পচার দলবল।তবে এই দুই ভাই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে বলে অভিযোগ।
advertisement
advertisement
তোলাবাজি থেকে মারধর একাধিক অভিযোগ রয়েছে ওদের বিরুদ্ধে।সোনা পাচার বাবা তাপস পাল বলেন, ‘এলাকায় বাড়ি করবার জন্য সবাই সোনা পচার অনুমতি নিতে আসে।’ তাকে জিজ্ঞাসা করা হল, সোনা পচা কি কাউন্সিলর? না সরকারি অধিকারিক? তিনি জানান ‘কিছুই নয়’। তবে সোনা-পচা স্থানীয় তৃণমূল নেত্রী শ্রেয়া পান্ডের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর।আর সেই বলে তারা এলাকায় তোলাবাজি থেকে আরম্ভ করে দৌরাত্ম করে বেড়াচ্ছে।   তবে এখনও দুই গোষ্ঠীর মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে।এলাকায় পুলিশ টহল রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: চরম নৃশংস! বাড়ি করার তোলাবাজির টাকা না দেওয়ায় অন্ত্বসত্তার পেটে লাথি, পরিণতি ভয়ঙ্কর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement