বিজেপির তথ্যানুসন্ধান দলের পালটা? এবার মণিপুরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আগামী ১৪ জুলাই মণিপুরে যাচ্ছেন তৃণমূলের চার প্রতিনিধি ।
জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷ পরিস্থিতি শান্ত করতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে মণিপুর সরকার৷ অশান্তি ছড়িয়েছে রাজধানী ইমফলেও৷ এবার সেই মণিপুরেই যাচ্ছেন তৃণমূলের চার সদস্য়ের একটি প্রতিনিধি দল। যেই দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন, কাকলী ঘোষ দস্তিদার, দোলা সেন, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।
A four-member fact-finding delegation of Trinamool Congress MPs -Derek O’Brien, Kalyan Banerjee, Kakoli Ghosh Dastidar and Dola Sen will visit Manipur on 14th July.
— ANI (@ANI) July 10, 2023
advertisement
পঞ্চায়েত ভোটে বাংলায় সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে তথ্যানুসন্ধান (Fact Finding) দল পাঠাচ্ছে বিজেপি। দলে রয়েছেন বিজেপির চার সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সত্যপাল সিং, রাজদীপ রায় এবং রেখা বর্মা। এলাকা পরিদর্শন করে দ্রুত দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।
advertisement
পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের দিনেই মৃত্যু হল ১৫ জনের৷ তার মধ্যে শুধু মাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রাণ গেল ৫ জনের৷ উত্তর থেকে দক্ষিণ, শনিবার রাজ্যের একাধিক জেলায় ঘটেছে প্রাণহানির ঘটনা৷ রাজ্য নির্বাচন কমিশনার অবশ্য দাবি করেছেন, ভোটের হিংসায় শনিবার মাত্র তিন জনের মৃত্যু হয়েছে৷ যদিও নির্বাচন কমিশনের এই দাবি উড়িয়ে দিয়েছে বিরোধীরা৷ প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পর রাজ্যে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতেও বিজেপি তথ্যানুসন্ধানী দল পাঠিয়েছিল বঙ্গে। বিজেপির ওই তথ্যানুসন্ধানী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলার বর্তমান সি ভি আনন্দ বোস।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 9:24 PM IST