7th Phase Bengal Election: শুরু হল ভোটদান, কোথায় ভোট, প্রার্থী কারা, এক নজরে দেখুন সপ্তম দফা

Last Updated:

সপ্তম দফায় মোট ২৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৩১ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা প্রার্থী।

ছবিতে ষষ্ঠ দফার ভোটদানের লাইন।
ছবিতে ষষ্ঠ দফার ভোটদানের লাইন।
#কলকাতা: শুরু হল রাজ্যের সপ্তম দফার ভোট (WB Election Phase-7)। এই পর্বে মোট ভোটার ৮১ লক্ষ ৯৬ হাজার ২৪২ দন। এর মধ্যে পুরুষ ভোটার ৪২ লক্ষ ৭ হাজার ৫৪৮ জন আর মহিলা ৩৯ লক্ষ ৮৮ হাজার ৪৭৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২২১ জন।সপ্তম দফার ভোটে  মোট বিধানসভা ৩৪ টি। প্ৰথমে ভোট হয়েছিল এই পর্বে ৩৬টি আসনে ভোট নির্ধারণ হবে। কিন্তু প্রার্থীর মৃত্যু হওয়ায় এই পর্বে সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন হচ্ছে না। সপ্তম দফায় মোট ৫টি জেলায় ভোট।  মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ কলকাতায় শুরু হয়েছে ভোটদান। সপ্তম দফায় মোট ২৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৩১ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা প্রার্থী। তালিকায় রয়েছেন বহু হেভিওয়েট, বহু তারকা প্রার্থী।
মমতা বন্দ্যোপাধ্য়য়ের ঘরের মাঠ ভবানীপুরে তৃণমূলের হয়ে লড়াই করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দিতায় অবতীর্ণ রুদ্রনীল ঘোষ।  বালিগঞ্জ বিধানসভায় তৃণমূলের হয়ে লড়ছেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে লড়াইয়ে রয়েছেন অপেক্ষাকৃত তরুণ বাম রাজনীতিবিদ ফুয়াদ হালিম। পাণ্ডবেশ্বরে প্রথমবার বিজেপির হয়ে ভাগ্য পরীক্ষা দেবেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল উত্তরে তৃণমূলে নবাগতা সায়নী ঘোষের ভাগ্য়পরীক্ষা আজ। জামুরিয়ায় লড়াইয়ে থাকছেন বাম প্রার্থী ঐশী ঘোষ।
advertisement
সপ্তম দফায় মোট ৫১ জন পর্যবেক্ষক রয়েছেন। এর মধ্যে সাধারণ পর্যবেক্ষক ২৬ জন। পুলিশ পর্যবেক্ষক ৬ জন এবং আয়-ব্যয় পর্যবেক্ষক ৯ জন।
advertisement
সপ্তম তথা শেষের আগের দফায় কমিশন চায় নির্বাচন হোক যথাযথভাবে  কোভিডবিধি মেনে। একই সঙ্গে কোনও রকম হিংসা এড়াতে তৎপর কমিশন কড়া নিরাপত্তাবেষ্টনীতে মুড়ে ফেলছে ভোটগ্রহণ কেন্দ্র গুলি।   সপ্তম দফার নির্বাচনে রাজ্যে মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এর মধ্যে নির্বাচনী বুথ পাহারায় থাকবে ৬৫৩  কোম্পানি।
advertisement
সূত্রের খবর, সংখ্যার হিসেবে  রাজ্যে এই পর্বে ৭৯ হাজার ৬০০ আধাসেনা থাকবেন। এর পাশাপাশি বুথ পাহারায় ৬৫ হাজার ৩০০ জওয়ান। একবার বিধানসভা ধরে দেখে নেওয়াা যাক, কোথায় কত কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে।
আসানসোল দুর্গাপুর ১৫৪ কোম্পানি আধাসেনা পৌঁছে গিয়েছে। দক্ষিণ দিনাজপুরে থাকছে ১০৮ কোম্পানি আধাসেনা। জঙ্গিপুর পিড-তে থাকবে ১০২ কোম্পানি আধাসেনা। এই দফাতে ভোট দক্ষিণ কলকাতার একটা বড় অংশে।  দক্ষিণ কলকাতার বুথগুলির জন্য বরাদ্দ হয়েছে  ৬৩  কোম্পানি আধাসেনা। মালদহ থাকবে ১২২ কোম্পানি। মুর্শিদাবাদ থাকবে কোম্পানি সিআরপিএফ, সিআইএসএফ। রায়গঞ্জ পিডিতে থাকবে  ২ কোম্পানি জওয়ান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
7th Phase Bengal Election: শুরু হল ভোটদান, কোথায় ভোট, প্রার্থী কারা, এক নজরে দেখুন সপ্তম দফা
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement