কলকাতা ও গ্রামের ২৮ হাজার পুজোকে ১০,০০০ টাকা করে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য সুখবর

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: পুজো আসতে বাকি আর এক মাসের একটু বেশি সময় ৷ তার আগেই রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য সুখবর ৷ পুজো কমিটিগুলিকে পুজোর উপহার রাজ‍্য সরকারের ৷ পুজো উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে অনুদানের ঘোষণা ৷ অনুদান পাবেন কলকাতার ৩০০০ পুজো ও গ্রাম বাংলার ২৫ হাজার পুজো ৷

    সোমবার নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, দমকল দফতরের কর্তারাও ৷ সেখানে পুজো সংক্রান্ত নানা বিষয় ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয় ৷ উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই অনুদানের ঘোষণা ৷

    আরও পড়ুন বেতন ৭৩ হাজার, মেট্রো রেলে আকর্ষণীয় চাকরির সুযোগ

    কলকাতা ও গ্রাম বাংলা মিলিয়ে মোট ২৮ হাজার পুজো কমিটি পাবেন ১০ হাজার টাকা করে অনুদান ৷ এর মধ্যে কলকাতার ৩০০০ পুজোকে অনুদান দেবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং দমকল ডিপার্টমেন্ট ৷ অন্যদিকে, পর্যটন বিভাগ, স্বনির্ভর গোষ্ঠী ও ক্রেতা সুরক্ষা দফতরের থেকে ১০ হাজার টাকা করে অনুদান পাবে গ্রাম বাংলার ২৫ হাজার পুজো ৷

    আরও পড়ুন 

    ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে শিক্ষকের চাকরি, পুলিশের জালে ২৫০০

    এখানেই শেষ নয়, পুজো কমিটিগুলিকে এবার দমকল বা সংশ্লিষ্ট কোনও দফতরকে লাইসেন্স বাবদ কোনও ফি দিতে হবে না। সিইএসসি এলাকায় গতবার বিদ‍্যুতের বিলে ১৮ থেকে ২০ শতাংশ ছাড় পেয়েছিল পুজো কমিটিগুলি। এবার তারা পাবে ২৩ শতাংশ ছাড়।
    First published:

    Tags: 28 thousand puja committee, CM Mamata Banerjee, Durga Puja 2018, Grant, Kolkata, Kolkata Puja