#কলকাতা: পুজো আসতে বাকি আর এক মাসের একটু বেশি সময় ৷ তার আগেই রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য সুখবর ৷ পুজো কমিটিগুলিকে পুজোর উপহার রাজ্য সরকারের ৷ পুজো উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে অনুদানের ঘোষণা ৷ অনুদান পাবেন কলকাতার ৩০০০ পুজো ও গ্রাম বাংলার ২৫ হাজার পুজো ৷
সোমবার নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, দমকল দফতরের কর্তারাও ৷ সেখানে পুজো সংক্রান্ত নানা বিষয় ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয় ৷ উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই অনুদানের ঘোষণা ৷
কলকাতা ও গ্রাম বাংলা মিলিয়ে মোট ২৮ হাজার পুজো কমিটি পাবেন ১০ হাজার টাকা করে অনুদান ৷ এর মধ্যে কলকাতার ৩০০০ পুজোকে অনুদান দেবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং দমকল ডিপার্টমেন্ট ৷ অন্যদিকে, পর্যটন বিভাগ, স্বনির্ভর গোষ্ঠী ও ক্রেতা সুরক্ষা দফতরের থেকে ১০ হাজার টাকা করে অনুদান পাবে গ্রাম বাংলার ২৫ হাজার পুজো ৷
আরও পড়ুননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 28 thousand puja committee, CM Mamata Banerjee, Durga Puja 2018, Grant, Kolkata, Kolkata Puja