কলকাতায় প্রথম হিউম্যান লাইব্রেরি, যেখানে মানুষই ‘বই’
Last Updated:
#কলকাতা: এ যেন গল্প হলেও সত্যি। মুক্ত এক লাইব্রেরি। কিন্তু সেখানে কোনও বই নেই। আবার আছেও। হিউম্যান লাইব্রেরি এক অন্য জগত। এখানে মানুষই বই। মানব-বই গল্প শোনায়। জীবনের গল্প। লড়াইয়ের কাহিনি। রবিবার রবিতীর্থ দেখল শহরের প্রথম হিউম্যান লাইব্রেরি।
যাঁর কেউ নেই, তাঁর বই আছে। বই অনেকেরই সেরা বন্ধু। নতুন বছরে কলকাতা পেল একেবারে অন্য বই। শুরু হল এক নতুন অধ্যায়ের। নাম - হিউম্যান লাইব্রেরি। এ এক খোলামেলা মঞ্চ। মুক্ত পাঠাগার। হিউম্যান লাইব্রেরিতে মানুষই বই। মানব-বই তাঁর জীবনের নানা অধ্যায় পাঠকদের শোনান। পাঠকরা প্রশ্ন করেন। মানব-বই উত্তর দেন। এভাবেই পাতা ওল্টায়। রবিবার এমনই অভিনব পাঠাগারের স্বাদ পেল কলকাতা। নিউটাউনের রবিতীর্থে, হিউম্যান লাইব্রেরিতে নিজেদের জীবনযুদ্ধের কাহিনি শোনালেন মানব-বইয়েরা।
advertisement
যে সব জীবন গল্প বলে, তাঁরাই হাতের কাছে বসে। এমন বই মনে ছুঁয়ে যায়।বই থাকে মলাটে। কিন্তু, এই সব বইয়ের কোনও মলাট নেই। এ মানব-বইয়ে আছে এক অন্য ধরনের উষ্ণতা। যাঁর জীবনই গল্প, তাঁর কাছ থেকে জীবনের গল্প শোনার উষ্ণতা। এ এক অন্যরকম অভিজ্ঞতা।
advertisement
Location :
First Published :
January 07, 2019 4:11 PM IST