শিক্ষিকার ব্রেন ডেথ শহরে, লিভার-কিডনি দানে বাঁচছে আরও প্রাণ
Last Updated:
এরপরই সুমিতার অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা৷ সুমিতার লিভার পাঠানো হবে এসএসকেএম-এ৷ লিভার পাচ্ছেন হাওড়ার বাসিন্দা সৈকত রায় চৌধুরী৷ একটি কিডনি দেওয়া হচ্ছে আরএন টেগোরের রোগীকেই৷
#কলকাতা: ফের কলকাতায় সফল অঙ্গদান করা হল নয়াবাদের শিক্ষিকার৷ গত ২২ জানুয়ারি সেরিব্রাল অ্যাটাক হয়েছিল পেশায় শিক্ষিকা সুমিতা বসুর৷ ভর্তি করা হয় আরএন টেগোরে৷ শুক্রবার রাতে সুমিতা বসুর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিত্সকরা৷
এরপরই সুমিতার অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা৷ সুমিতার লিভার পাঠানো হবে এসএসকেএম-এ৷ লিভার পাচ্ছেন হাওড়ার বাসিন্দা সৈকত রায় চৌধুরী৷ একটি কিডনি দেওয়া হচ্ছে আরএন টেগোরের রোগীকেই৷ অন্য কিডনিটি পাঠানো হবে এসএসকেএম-এ৷ গ্রিন করিডরে নিয়ে যাওয়া হচ্ছে লিভার ও কিডনি৷
অঙ্গ প্রতিস্থাপনের নজির কলকাতায় নতুন নয়৷ কয়েক মাস আগেই ৭০ বছর বয়সী ব্রেন ডেথ হওয়া এক বৃদ্ধার দুটি কিডনি পেয়ে নতুন জীবন পান বছর তিরিশের শেখ ফিরোজউদ্দিন ও কেয়া রায়। শোভনা সরকারের কিডনিতে নতুন জীবন ফিরে পান রামগড়ের কেয়া রায়।
advertisement
advertisement
গত বছর ডিসেম্বরে ব্রেন ডেথ হয়ে যাওয়া ছাত্রের হৃদযন্ত্র, কিডনি, লিভার, ত্বক, চোখ-- সব দানের সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার৷ বি.কম দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের দান করা অঙ্গে প্রাণ পান তিন ব্যক্তি৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হওয়া ওই যুবকের অঙ্গগুলি পাঠানো হয় ৪টি হাসপাতালে৷
Location :
First Published :
January 26, 2019 1:02 PM IST