শিক্ষিকার ব্রেন ডেথ শহরে, লিভার-কিডনি দানে বাঁচছে আরও প্রাণ

Last Updated:

এরপরই সুমিতার অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা৷ সুমিতার লিভার পাঠানো হবে এসএসকেএম-এ৷ লিভার পাচ্ছেন হাওড়ার বাসিন্দা সৈকত রায় চৌধুরী৷ একটি কিডনি দেওয়া হচ্ছে আরএন টেগোরের রোগীকেই৷

#কলকাতা: ফের কলকাতায় সফল অঙ্গদান করা হল নয়াবাদের শিক্ষিকার৷ গত ২২ জানুয়ারি সেরিব্রাল অ্যাটাক হয়েছিল পেশায় শিক্ষিকা সুমিতা বসুর৷ ভর্তি করা হয় আরএন টেগোরে৷ শুক্রবার রাতে সুমিতা বসুর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিত্‍‌সকরা৷
এরপরই সুমিতার অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা৷ সুমিতার লিভার পাঠানো হবে এসএসকেএম-এ৷ লিভার পাচ্ছেন হাওড়ার বাসিন্দা সৈকত রায় চৌধুরী৷ একটি কিডনি দেওয়া হচ্ছে আরএন টেগোরের রোগীকেই৷ অন্য কিডনিটি পাঠানো হবে এসএসকেএম-এ৷ গ্রিন করিডরে নিয়ে যাওয়া হচ্ছে লিভার ও কিডনি৷
অঙ্গ প্রতিস্থাপনের নজির কলকাতায় নতুন নয়৷ কয়েক মাস আগেই ৭০ বছর বয়সী ব্রেন ডেথ হওয়া এক বৃদ্ধার দুটি কিডনি পেয়ে নতুন জীবন পান বছর তিরিশের শেখ ফিরোজউদ্দিন ও কেয়া রায়। শোভনা সরকারের কিডনিতে নতুন জীবন ফিরে পান রামগড়ের কেয়া রায়।
advertisement
advertisement
গত বছর ডিসেম্বরে ব্রেন ডেথ হয়ে যাওয়া ছাত্রের হৃদযন্ত্র, কিডনি, লিভার, ত্বক, চোখ-- সব দানের সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার৷ বি.কম দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের দান করা অঙ্গে প্রাণ পান তিন ব্যক্তি৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হওয়া ওই যুবকের অঙ্গগুলি পাঠানো হয় ৪টি হাসপাতালে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষিকার ব্রেন ডেথ শহরে, লিভার-কিডনি দানে বাঁচছে আরও প্রাণ
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement