TET Examination Results: জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমেই টেটের ফল প্রকাশ? জল্পনা তুঙ্গে

Last Updated:

ইতিমধ্যেই উত্তরপত্র নিয়ে অভিযোগ জানানোর প্রক্রিয়া শেষ হয়েছে। সেগুলি যাচাই করতে পর্ষদের সাত দিন সময় লাগবে বলেই সূত্রের খবর।

জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমেই টেটের ফল প্রকাশ? জল্পনা তুঙ্গে
জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমেই টেটের ফল প্রকাশ? জল্পনা তুঙ্গে
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: প্রাথমিকের টেটের ফল প্রকাশ জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে? এমনটাই জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই উত্তরপত্র আপলোড নিয়ে অভিযোগ জানানোর কাজ শেষ হয়েছে। এবার টেটের ফল প্রকাশের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারি শুরুতেই ফল প্রকাশ করে দিতে পারে পর্ষদ। তবে পর্ষদের তরফে দেওয়া উত্তর নিয়ে ছাত্রছাত্রীদের তরফে দিয়ে অভিযোগগুলি এসেছে সেই অভিযোগগুলি আগামী সাত দিনের মধ্যেই খতিয়ে দেখার কাজ শেষ হয়ে যাবে বলেই পর্ষদ সূত্রে খবর। সেক্ষেত্রে জানুয়ারি শেষেই বা ফেব্রুয়ারি প্রথমেই ফল প্রকাশ করে দিতে পারে পর্ষদ।
গত সপ্তাহেই মঙ্গলবার রাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের একটি উত্তরপত্র আপলোড করেছিল পর্ষদের ওয়েবসাইটে। তারপর পরীক্ষার্থীদের দেওয়া প্রত্যেকটি বুকলেট বা প্রশ্নপত্রের উত্তর আপলোড করে দিল পর্ষদ। গত বুধবার রাতেই পর্ষদে ওয়েবসাইটে মোট পাঁচটি বুকলেটের উত্তরপত্র প্রকাশ করা হল। পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আগামী ১৩ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত উত্তর নিয়ে কোন অভিযোগ পরীক্ষার্থীদের থাকে তা পর্ষদের তরফে দেওয়া ওয়েবসাইটে লগইন করে জানাতে হবে। এক্ষেত্রে তাদের অভিযোগ জানানোর পাশাপাশি ৫০০ টাকা জমা ও করতে হবে। তবে পরীক্ষার্থীদের অভিযোগ টেটের ফল প্রকাশের পর আর কোনোভাবে নেওয়া হবে না বলেও পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট  জানানো হয়েছে। ১১ ডিসেম্বর নেওয়া হয়েছিল প্রাথমিকের টেট।
advertisement
advertisement
এক মাসের মাথায় উত্তরপত্র আপলোড করে দেওয়ায় ফলাফল প্রকাশও দ্রুত হবে বলেই জল্পনা পর্ষদের অন্দরে। প্রসঙ্গত প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন টেটের জন্য। অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়ায় জোড় কদমে চালাচ্ছে পর্ষদ। ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করেছে পর্ষদ। চলতি সপ্তাহে পঞ্চম পর্যায়ের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে পর্ষদের। গত ১৭  জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ৬ জেলার জন্য আবেদনকারি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তিও দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের টেটের পাশাপাশি ইন্টারভিউ নেওয়ার জন্য একাধিক নিয়ম এনেছে পর্ষদ। গোটা ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার পাশাপাশি পরীক্ষকদের দেওয়া হয়েছে এবার ল্যাপটপ। ল্যাপটপের মাধ্যমে পরীক্ষকরা সরাসরি নম্বর অনলাইনে দিয়ে দেবেন। পরীক্ষকরা পৃথক পৃথকভাবে নম্বর দিয়ে তা চলে যাবে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে।
advertisement
পরবর্তী ক্ষেত্রে এই নম্বরে কোন কারচুপি বা সংশোধনের সুযোগ থাকবে না বলেই পর্ষদের আধিকারিকদের দাবি। প্রাথমিকের টেটের ক্ষেত্রেও একাধিক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসানোর পাশাপাশি পর্ষদের কেন্দ্রীয় অফিস থেকে সরাসরি নজরদারি করা হয়েছিল রাজ্য জুড়ে আড়াই হাজারেরও বেশি পরীক্ষা কেন্দ্রকে। সব মিলিয়ে এই উত্তরপত্র আপলোডের পর পরীক্ষার্থীদের থেকে কী অভিযোগ আসে তা যাচাই করেই পর্ষদ প্রাথমিকের টেটের ফল প্রকাশ করবে বলেই পর্ষদের আধিকারিকদের দাবি।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
TET Examination Results: জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমেই টেটের ফল প্রকাশ? জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement