SAIL Recruitment 2023: SAIL-এ বিভিন্ন পদে নিয়োগ! আজই আবেদন করুন, জেনে নিন বিস্তারিত
- Published by:Sanchari Kar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
SAIL Recruitment 2023: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭.০৬.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডায়রেক্ট ইমপ্যাক্ট জোনের প্রার্থীদের থেকে যেমন বিসরা রেভেনিউ ব্লক, কুয়ারমুন্ডা রেভেনিউ ব্লক, নুয়াগাঁও রেভেনিউ ব্লক, সুন্দরগড় জেলার লাঠিকাটা রেভেনিউ ব্লক, রাউরকেলা পৌরসভা, রাউরকেলা আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭.০৬.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৬০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | বিশদ দেখুন |
শূন্যপদের সংখ্যা | ৬০ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বর্তমানে চলছে |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৭.০৬.২০২৩ |
advertisement
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের ম্যাট্রিকুলেশন পাশ করতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান/ফিটার/মেশিনিস্টের ট্রেডে আইটিআই কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বা
প্রার্থীদের ম্যাট্রিকুলেশন পাশ করতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল/ইনস্ট্রুমেন্টেশন ট্রেডে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা
আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর।
বেতন
নির্বাচিত প্রার্থীরা মাসিক ১০০০ টাকা ভাতা পাবেন।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের সমস্ত আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Room No 07, Institute of Peripheral Development (IPD), CSR Office Complex, Sector-20, Rourkela, Odisha’।
advertisement
আরও পড়ুন: রাজ্য সরকারি চাকরির বিরাট সুযোগ, ‘এই’ দফতরে লক্ষাধিক টাকা বেতনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ!
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/05/SAIL-Recruitment-2023-2.pdf ক্লিক করতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 8:54 PM IST