RITES Recruitment 2023: আরআইটিইএস লিমিটেডের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে!

Last Updated:

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০৫.০৪.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

নয়াদিল্লি: সম্প্রতি আরআইটিইএস লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আহমেদাবাদ মেট্রো রেল প্রজেক্ট ফেজ-২-তে বিভিন্ন পদের জন্য অবসরপ্রাপ্ত সরকারি/পিএসইউ কর্মীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আরআইটিইএস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আরআইটিইএস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০৫.০৪.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।

আরআইটিইএস রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ২০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এনকে-২: প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং এক্সপার্ট-সিস্টেম- ১টি পদ
advertisement
এনকে-৪: কোয়ানটিটি এসটিমেটর- সিস্টেম- ১টি পদ
এনকে-৬: কোয়ালিটি অ্যাসরেস এবং কোয়ালিটি কন্ট্রোল এক্সপার্ট-সিস্টেম- ১টি পদ
এনকে-১৩: অ্যালাইনমেন্ট ইঞ্জিনিয়ার- ১টি পদ
এনকে-১৪-পি ১: আর্কিটেক্ট- ১টি পদ
এনকে- ৪৮: চিফ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার-লিফ্ট ও এসকেলেটর- ১টি পদ
এনকে- ৫৪- পি ১: সেকশন ইঞ্জিনিয়ার - রোলিং স্টক টেস্টিং অ্যান্ড কমিশনিং- ১টি পদ
এনকে-৫৯- পি ১: সেকশন ইঞ্জিনিয়ার - সিস্টেম ইন্টিগ্রেটেড টেস্টিং অ্যান্ড কমিশনিং- ১টি পদ
advertisement
এনকে- ৫৬: ডিপো প্ল্যান্ট ও মেশিনারিজ স্পেসিফিকেশন ইঞ্জিনিয়ার / রেসিডেন্ট ইঞ্জিনিয়ার - ডিপো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ- ১টি পদ
কে-৫: ডেপুটি চিফ সেফটি, হেলথ অ্যান্ড এনভায়োমেন্ট এক্সপার্ট (সিভিল/সিস্টেম)-১টি পদ
কে-৬: মাল্টি-মোডাল এক্সপার্ট- ১টি পদ
কে-৯: সিনিয়র কন্ট্রাক্ট এক্সপার্ট - সিস্টেম- ১টি পদ
কে-১৫: চিফ ডিজাইন এবং চিফ রেসিডেন্ট (এলিভেটেড স্টেশন এবং ডিপো-ই অ্যান্ড এম)- ১টি পদ
advertisement
কে-১৬: চিফ প্রজেক্ট ম্যানেজার (সিস্টেম)/ সিস্টেম ইন্টিগ্রেটর/ ইন্টারফেস ম্যানেজার- ১টি পদ
কে-১৭ সিস্টেম ইন্টিগ্রেটেড টেস্টিং অ্যান্ড কমিশনিং ইঞ্জিনিয়ার- ১টি পদ
কে-১৮ চিফ ট্র্যাকশন পাওয়ার ডিজাইন অ্যান্ড স্পেসিফিকেশন ইঞ্জিনিয়ার এবং চিফ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার- ট্র্যাকশন- ১টি পদ
কে-১৯: চিফ সিগন্যালিং সিস্টেম ইঞ্জিনিয়ার এবং চিফ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার- সিগন্যালিং- ১টি পদ
কে-২১: চিফ অটোমেটিক ফেয়ার কালেকশন এক্সপার্ট এবং চিফ রেসিডেন্ট ইঞ্জিনার- এএফসি- ১টি পদ
advertisement
কে-২২: চিফ প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এক্সপার্ট এবং চিফ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার- পিএসডি- ১টি পদ
কে-২৩: চিফ রোলিং স্টক ডিজাইন অ্যান্ড স্পেসিফিকেশন ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজার (রোলিং স্টক)- ১টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement
সংস্থাআরআইটিইএস লিমিটেড
পদের নামবিশদ দেখুন
শূন্যপদের সংখ্যা২০
কাজের স্থানআহমেদাবাদ
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন বা অফলাইন
আবেদনের শেষ তারিখ০৫.০৪.২০২৩

আরআইটিইএস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা

এনকে-২: প্ল্যানিং এবং শিডিউলিং এক্সপার্ট-সিস্টেম- প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান বা সমমানের থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
রেল-সম্পর্কিত প্রকল্পে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এনকে-৪: কোয়ানটিটি এসটিমেটর- সিস্টেম এবং এনকে- ৬: কোয়ানটিটি অ্যাসরেন্স এবং কন্ট্রোল এক্সপার্ট সিস্টেম
প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান বা সমমানের থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
রেল-সম্পর্কিত প্রকল্পে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এনকে-১৩: অ্যালাইনমেন্ট ইঞ্জিনিয়ার
প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান বা সমমানের থেকে সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
রেল-সম্পর্কিত প্রকল্পে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
 আরআইটিইএস রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
ন্যূনতম ১ বছর যা পরবর্তীতে বাড়ানো হতে পারে।
আরআইটিইএস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীরা আবেদনপত্রটি পূরণ করে হার্ড কপি প্রাসঙ্গিক ঠিকানায় বা ই-মেলের subash.98@rites.com মাধ্যমে জমা দিতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
RITES Recruitment 2023: আরআইটিইএস লিমিটেডের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement