SBI PO Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সরাসরি অফিসার পদে নিয়োগ, ভ্যাকেন্সি অনেক, তথ্য রইল বিশদে

Last Updated:

প্রবেশনারি অফিসারদের তিনটি পর্যায়ের প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং সাইকোমেট্রিক পরীক্ষা। প্রার্থীদের আগামী ১২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Job Vacancy: sbi po recruitment 2022 registration for 1673 posts begins
Job Vacancy: sbi po recruitment 2022 registration for 1673 posts begins
#কলকাতা : সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রবেশনারি অফিসার (পিও) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে SBI.CO.IN/CAREERS বা IBPSONLINE.IBPS.IN গিয়ে খোঁজ নিতে পারেন।
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬৭৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। যার মধ্যে ১৬০০টি রেগুলার এবং ৭৩টি ব্যাকলগ পদ রয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
advertisement
পদের নামপ্রবেশনারি অফিসার (পিও)
শূন্যপদের সংখ্যা১৬৭৩
কাজের স্থানভারত
কাজের ধরণবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১২.১০.২০২২
advertisement
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা থাকতে হবে। যাঁরা তাঁদের স্নাতক ডিগ্রির শেষ বছর/সেমিস্টারে রয়েছেন তাঁরাও আবেদন করতে পারেন তবে তাঁদের এই শর্ত সাপেক্ষে ডাকা হবে যে তাঁদের ৩১, ২০২২ ডিসেম্বর বা তার আগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে।
advertisement
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রবেশনারি অফিসারদের তিনটি পর্যায়ের প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং সাইকোমেট্রিক পরীক্ষা। প্রার্থীদের আলাদা ভাবে ফেজ-II এবং ফেজ-III উভয় ক্ষেত্রেই পাস করতে হবে এবং এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করা হবে না।
advertisement
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
অসংরক্ষিত ক্যাটাগরি- ৭৫০ টাকা
সংরক্ষিত ক্যাটাগরি- কোনও আবেদন ফি নেই
আবেদনের সম্পূর্ণ লিঙ্ক- https://ibpsonline.ibps.in/sbiposep22/
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি/
SBI PO Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সরাসরি অফিসার পদে নিয়োগ, ভ্যাকেন্সি অনেক, তথ্য রইল বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement