খড়্গপুর আইআইটির প্লেসমেন্টের প্রথম দিনেই বার্ষিক বেতন পেরল ২.৬ কোটি! বিপুল বেতনের সমাহার

Last Updated:

প্রথম দিনেই মোট ৭০টি চাকরির জন্য প্রার্থী বাছাই করেছে সংস্থাগুলি৷

#খড়্গপুর: খড়্গপুর আইআইটিতে চলছে প্লেসমেন্ট কর্মসূচি৷ শুক্রবার ছিল তার প্রথম দিন৷ আর প্রথম দিনেই কার্যত রেকর্ড করে ফেলল এই বিশ্ববিদ্যালয়৷ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এ বারে প্লেসমেন্ট কর্মসূচির প্রথম দিনেই মোট ৭৬০টি চাকরির অফার পেয়েছেন পড়ুয়ারা৷ তার মধ্যে রয়েছে প্রি-প্লেসমেন্ট অফারও৷ আর সেখানেই সর্বোচ্চ বেতনের চাকরির অঙ্ক ছুঁয়েছে প্রায় ২.৬ কোটি টাকা৷
আরও পড়ুন: গেরুয়া রাজনীতির সঙ্গে তফাৎ কী! 'সঠিক ইতিহাস' পড়াবে সিপিআইএম, শহরের ২৫ জায়গায় চলছে ক্লাস
আইআইটির তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্টে এ বার অংশ নিয়েছিল বিশ্বের তাবড়তাবড় মোট ৩৪টি কোম্পানি৷ এর মধ্যে মোট ১৬টি আন্তর্জাতিক চাকরির অফার এসেছে প্রথম দিনেই৷ অফার করা সর্বোচ্চ বেতনের পরিমাণ দাঁড়িয়েছে ২.৬ কোটি টাকা৷ এ বারে প্রথম দিনের ক্যাম্পাসিংয়ে যে সংস্থাগুলি এসেছিল তার মধ্যে রয়েছে অ্যাপল, এয়ারবাস, আলফাগ্রেপ. ক্যাপিটাল ওয়ান, ইএক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটেন, মাইক্রোসফট, রুব্রিক, স্কোয়্যার পয়েন্ট৷
advertisement
advertisement
প্রথম দিনেই মোট ৭০টি চাকরির জন্য প্রার্থী বাছাই করেছে সংস্থাগুলি৷ সফটওয়্যার, অ্যানালিটিকস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ খোঁজা হয়েছে৷ ডিসেম্বরের ১ তারিখে এই প্লেসমেন্ট সেশন শুরু হয়েছে৷ খড়্গপুর এ বছর মোট ৮০০-এর বেশি ইন্টার্নশিপ অফার পেয়েছে৷ সারা পৃথিবীর ১৪০টির বেশি সংস্থা এ বারে এই বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার্ন চেয়েছেন৷
Shankar Rai
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
খড়্গপুর আইআইটির প্লেসমেন্টের প্রথম দিনেই বার্ষিক বেতন পেরল ২.৬ কোটি! বিপুল বেতনের সমাহার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement