BEE Recruitment 2023: ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি-তে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! মাসিক বেতন লক্ষাধিক! শীঘ্রই আবেদন করুন
Last Updated:
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ হল আগামী ২২ মার্চ, ২০২৩ তারিখ।
নয়াদিল্লি: সম্প্রতি ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (বিইই)-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনসালট্যান্ট (ডিআইএসসিওএম) পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। বলে রাখা ভাল যে, বিইই আসলে ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের আওতায় পড়ে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
বিইই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ হল আগামী ২২ মার্চ, ২০২৩ তারিখ। এই সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
বিইই রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (বিইই) |
পদের নাম | কনসালট্যান্ট (ডিআইএসসিওএম) |
শূন্যপদের সংখ্যা | ৩ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ | ২২.০৩.২০২৩ |
advertisement
বিইই রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রার্থীদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
ডিআইএসসিওএম-এ কম করে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
এনার্জি-তে সেক্টোরাল অভিজ্ঞতা থাকতে হবে।
এনার্জি সেভিংস অথবা লস রিডাকশন প্রজেক্টস-এর অ্যাকাউন্টিং/ অপারেশনস এবং মেনটেনেন্স/ টেকনিক্যাল ইভ্যালুয়েশন।
বিদ্যুৎ বণ্টন সেক্টরে বিদ্যমান এনার্জি এফিশিয়েন্সি টেকনোলজি সম্পর্কে অবগত থাকতে হবে।
advertisement
এছাড়াও বিইই কোয়ালিফায়েড এনার্জি ম্যানেজার অথবা এনার্জি অডিটর, ডিআইএসসিওএম-এ এনার্জি অ্যাকাউন্টিং কাজের অভিজ্ঞতা এবং পিএটি সংক্রান্ত কাজে যুক্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বিইই রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
জয়েনিংয়ের তারিখের পর থেকে ১ বছরের জন্য নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের। তবে প্রজেক্টের প্রয়োজনীয়তা এবং কন্ট্রোলিং অফিসারের পরামর্শে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
advertisement
বিইই রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদনের ক্লোজিংয়ের তারিখ অনুযায়ী, এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৬৩ বছর।
বিইই রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১২৫০০০ টাকা।
বিইই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
advertisement
আবেদন ফর্ম পূরণ করে এই ঠিকানায় The Secretary, BEE, 4th Floor, Sewa Bhawan, R.K. Puram, Sector-I, New Delhi 110066 পাঠাতে হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 5:57 PM IST