West Midnapore News: WBCS পরীক্ষা নিয়ে চিন্তিত, কীভাবে মিলবে সরকারি চাকরি? জানালেন বিডিও
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
West Midnapore News: WBCS পরীক্ষার জন্যে কীভাবে প্রস্তুতি নেবেন সবিস্তারে জানালেন বিডিও।
মেদিনীপুর: চাকরি নিয়ে চিন্তা করছেন। হতে পারেন ডব্লিউবিসিএস অফিসার। সামান্য পরিশ্রম, কঠোর অধ্যাবসায়ে মিলতে পারে সরকারি চাকরির সুযোগ। উচ্চশিক্ষার পরে টার্গেট করতে পারেন ডব্লিউবিসিএস পরীক্ষাকে। বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ পদে আসীন রয়েছে ডব্লিউবিসিএস পাস অফিসাররা।
ডব্লিউবিসিএস নিয়ে প্রাথমিক বিভিন্ন দিক তুলে ধরলেন সরকারি এক আধিকারিক। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃশানু রায় তুলে ধরলেন বিস্তারিত। প্রসঙ্গত গ্রামীণ এলাকার ছেলেমেয়েরা উচ্চমাধ্যমিক পাস কিংবা স্নাতক পাস করার পরেও কর্মক্ষেত্রে দিশাহীনভাবে ঘুরতে থাকে। বিভিন্ন ক্ষেত্রে কাজ পাওয়ার জন্য এদিক ওদিক দৌড়াতে হয়। তবে কঠোর অধ্যাবসায় মিলতে পারে সরকারি সর্বোচ্চ ক্ষেত্রে এই চাকরির সুযোগ।
advertisement
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা কয়টি ধাপে পরীক্ষা হয়, পরীক্ষার কতদিন পরে মিলতে পারে চাকরি, কারা এই সুযোগ পেতে পারে? তা সবিস্তারে তুলে ধরলেন নারায়ণগড়ের বিডিও তথা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পদে কর্মরত কৃষাণু রায়।ডব্লিউবিসিএস পরীক্ষা তিনটি ধাপে হয়ে থাকে। প্রথমত ফর্ম ফিলাপের পর প্রিলিমিনারি, প্রিলিমিনারিতে পাশ করা মুষ্টিমেয় কৃতিরা পরবর্তীতে মেইন্স পরীক্ষা দেওয়ার জন্য উত্তীর্ণ হয়। মেইন্স পাশ করলে হয় ইন্টারভিউ। তিনটি দফায় পাস করলে মেলে উচ্চপদে চাকরির সুযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন-‘ভয়ঙ্কর মানুষ! ওর জেলে যাওয়া উচিত’, এই বিশেষ কারণেই রাজকে ডিভোর্স দিলেন পরী, ফাঁস হল কারণ
আরও পড়ুন-বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?
বিডিও কৃষাণু রায় জানাচ্ছেন, উচ্চ মাধ্যমিক স্তর থেকে বেশি এবং স্নাতক স্তর থেকে প্রশ্ন আসে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য। তবে বর্তমানে এই পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন বই এবং অনলাইন মাধ্যমে উপরে জোর দিয়ে নিজের জেদ নিয়ে পড়াশোনা করলে উত্তীর্ণ হওয়া যায় এই পরীক্ষা। প্রশ্নপত্রে উত্তর সংক্ষিপ্ত আকারে নির্ণয়, লিখে লিখে উত্তর মনে রাখা সহ প্রতিদিন রিভাইস করলে সামান্য পরিশ্রমে উত্তীর্ণ হওয়া যায় ডব্লিউবিসিএস এর তিনটি পরীক্ষা।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2023 6:58 PM IST