AIIMS Raebareli Faculty Recruitment 2022: প্রচুর সংখ্যক শূন্যপদে প্রফেসর নিয়োগ, জানুন বিশদে!

Last Updated:

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

সম্প্রতি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, রায়বরেলির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফ্যাকাল্টি পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, রায়বরেলির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
অ্যাডিশনাল প্রফেসর: ২২টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর: ১৮টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৩২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, রায়বরেলি
পদের নাম:ফ্যাকাল্টি
শূন্যপদের সংখ্যা:১০০
কাজের স্থান:রায়বরেলি
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে
advertisement
বয়সসীমা:
প্রফেসার/অ্যাডিশনাল প্রফেসর: ৫৮ বছরের মধ্যে হতে হবে
অ্যাসোসিয়েট প্রফেসর/অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৫০ বছরের মধ্যে হতে হবে
নির্বাচন প্রক্রিয়া:
যথাযথ ভাবে গঠিত স্থায়ী নির্বাচন কমিটি সমস্ত পদের জন্য নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, যদি কোনও ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সংখ্যা ৩০ বা তার বেশি হয় তবে পরিচালন সমিতি একটি লিখিত পরীক্ষারও আয়োজন করতে পারে।
advertisement
আবেদন ফি:
জেনারেল/ ওবিসি/ ইডব্লুএস বিভাগের প্রার্থীদের জন্য ২০০০ টাকা এবং এসসি/ এসটি শ্রেণীর প্রার্থীদের জন্য ১০০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
অন্য দিকে, পিডব্লুডি বিভাগের প্রার্থীদের আবেদন ফি-তে ছাড় দেওয়া হয়েছে। এই সম্পর্কিত বিশদ বিবরণের জন্য প্রার্থীরা এআইআইএমএস-এর অফিসিয়াল ওয়েবসাইট সাইট চেক করতে পারেন।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের http://recruitment.aiimsrbl.edu.in/static/uploads/advertisements/2a61d64a-3057-4a57-a122-3766290b5ce5.pdf করে দেখতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি/
AIIMS Raebareli Faculty Recruitment 2022: প্রচুর সংখ্যক শূন্যপদে প্রফেসর নিয়োগ, জানুন বিশদে!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement