এয়ারটেলকে টেক্কা দিতে জিও-র ডবল ধামাকা অফার, প্রতিদিন দ্বিগুণ ডেটার সঙ্গে মিলবে ডিসকাউন্টও

Last Updated:
#মুম্বই: টেলিকম ব্যবসায় এয়ারটেলের দিকে নয়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল জিও। মুকেশ অম্বানির টেলিকম সংস্থা গ্রাহকদের জন্য এনেছে ডবল ধামাকা অফার। এবার থেকে জিও প্রিপেড গ্রাহকেরা দিনে অতিরিক্ত ১.৫ জিবি ডেটার সঙ্গে পাবেন নির্দিষ্ট প্ল্যানের উপর ১০০টাকা ডিসকাউন্টও।
লঞ্চের দিন থেকেই জিও গ্রাহকদের জন্য একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে আসে বাজারে। জিও গ্রাহকেরা কমদামে সবথেকে ভাল ফোরজি ইন্টারনেট পরিষেবার সুযোগ পান। কিছুদিন আগেই জিও-কে টেক্কা দিতে বাজারে ১৪৯ ও ৩৯৯ টাকার নয়া প্ল্যান লঞ্চ করেছিল এয়ারটেল। জিও-এর প্ল্যানের আদলে এই প্ল্যানগুলিতে প্রতিদিন অতিরিক্ত ১ জিবি ফোরজি ডেটা দেওয়ার কথা ঘোষণা করে এই টেলিকম সংস্থা।
advertisement
এবার গ্রাহকদের জন্য আরও ভাল অফার নিয়ে হাজির টেলিকম জায়েন্ট জিও। এয়ারটেলকে চ্যালেঞ্জ ছুঁড়ে নয়া অফারে কোনও অতিরিক্ত মূল্য ছাড়াই প্রতিদিন গ্রাহকদের অতিরিক্ত ১.৫ জিবি অর্থাৎ দিনে মোট ৩ জিবি অথবা ৩.৫ জিবি অথবা ৫.৫ জিবি অথবা ৬.৫ জিবি করে ফোরজি ডেটা দেওয়ার কথা ঘোষণা করল রিলায়েন্স জিও।
advertisement
Jio Double Dhamaka offer Jio Offer
advertisement
মুকেশ অম্বানির টেলিকম সংস্থা জিও জানিয়েছে এবার থেকে একই টাকা খরচে নতুন রিচার্জ না করেই দ্বিগুণ ডেটা পাবেন গ্রাহকেরা।
১৪৯, ৩৪৯, ৩৯৯, ৪৪৯ দামের প্ল্যান ব্যবহারকারীরা দিনে এবার থেকে ১.৫ জিবি ডেটার বদলে পাবেন মোট ৩ জিবি ডেটা।
দিনে ২ জিবি ডেটার বদলে মোট ৩.৫ জিবি ফোরজি ডেটা পাবেন ১৯৮, ৩৯৮, ৪৪৮ ও ৪৯৮ টাকার প্ল্যানের গ্রাহকেরা।
advertisement
২৯৯ প্ল্যান রিচার্জ করেছেন যারা তারা এবার থেকে দিনে মোট ৪.৫ জিবি ফোরজি ডেটা ব্যবহার করতে পারবেন।
৫০৯ প্ল্যান ব্যবহারকারীরা এবার থেকে প্রতিদিন ৪ জিবির বদলে ৫.৫ জিবি ফোরজি ডেটা পাবেন।
এই অফার ৩০ জুন, ২০১৮-এর মধ্যে প্রত্যেক প্রিপেড রিচার্জে প্রযোজ্য।
আরও পড়ুন 
advertisement
এখানেই শেষ নয়, ৩০০ টাকা এবং তার অধিক মূল্যের যেকোনও রিচার্জ করালে গ্রাহকদের ১০০ টাকা ডিসকাউন্ট অফার দিচ্ছে জিও। ৩০০ টাকার কম মূল্যেও রয়েছে ছাড়ের ব্যবস্থা। সেক্ষেত্রে গ্রাহকেরা রিচার্জ মূল্যের উপর ২০ শতাংশ ক্যাশব্যাক-এর সুযোগ পাবেন। অর্থাৎ একজন জিও গ্রাহক ১৪৯ টাকা প্যাক রিচার্জ করাতে গেলে তাকে খরচা করতে হবে মাত্র ১২০ টাকা। ৩৯৯ টাকার বদলে মাত্র ২৯৯ টাকার বিনিময়ে একজন গ্রাহক ৮৪ দিন পর্যন্ত উপভোগ করতে পারবেন ফ্রি কল, এসএমএম এবং প্রতিদিন ৩জিবি ফোরজি ডেটা পরিষেবা।
advertisement
(News18.com is part of Network18 Media & Investment Limited which is owned by Reliance Industries Limited)
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এয়ারটেলকে টেক্কা দিতে জিও-র ডবল ধামাকা অফার, প্রতিদিন দ্বিগুণ ডেটার সঙ্গে মিলবে ডিসকাউন্টও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement