#শিলিগুড়ি: আরেকবার দায়িত্বে পুনর্বহাল হলেন উপাচার্য ডঃ সুবীরেশ ভট্টাচার্য। তাঁর দায়িত্ব গ্রহণে যেন প্রতিষ্ঠানজুড়ে খুশির আমেজ। তাঁর দপ্তর ভরে গিয়েছে ফুলের তোড়া এবং সংবর্ধনায়। আনন্দে আত্মহারা পড়ুয়ারা রোজ আসছেন উপাচার্যকে শুভেচ্ছাবার্তা দিতে। তিনিও দায়িত্ব পেয়ে ভীষণ খুশি। বিশ্ববিদ্যালয়ে ছড়িয়েছে খুশির বার্তা।
তিনি আরও বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ে আগামীতে হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজমের (hotel management and tourism) উপর একটি কোর্স শুরু হবে। ইচ্ছে রয়েছে জব-ওরিয়েন্টেড (job oriented) কিছু কোর্সের ব্যবস্থা করা। এখানকার ছেলেমেয়েরা যাতে পাশ করেই চাকরির জগতে পা রাখতে পারে। উন্নতমানের গবেষণার জন্য পরিকাঠামোগত সমস্যাগুলি মেটানো হবে। উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। আগামীতে এই পরিকল্পনাগুলো রয়েছে।'
এদিন নিউজ ১৮ লোকালকে তৃণমূল ছাত্র পরিষদের কার্যনির্বাহী সভাপতি মিঠুন বৈষ্য বলেন, 'ছাত্রদরদি ভাইস চ্যান্সেলরকে দায়িত্বে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে উপাচার্য প্রচুর কাজ করেছেন। আগামীতেও বহু পরিকল্পনা রয়েছে, যা উত্তরের ছাত্রছাত্রীদের জন্য লাভদায়ক হবে।'
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উত্তরের পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পাহাড় থেকে শুরু করে সুদূর কোচবিহারের ছেলেমেয়েরা পড়তে আসেন। সবরকম বিষয় পড়ানো হয় এই বিশ্ববিদ্যালয়ে। এদিন উপাচার্যকে পেয়ে তাঁকে সংবর্ধনা জানানোর সুযোগ ছাড়ছে না কেউ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।