Panchayat Election 2023: দরকারই হলনা কেন্দ্রীয় বাহিনীর, আপাতত এলাকাতে বজায় আছে শান্তি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
শনিবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরুর পর বিক্ষিপ্ত ভাবে কয়েকটি বুথে সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরবর্তীতে ফিরে আসে স্বাভাবিক অবস্থা জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি: জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্র ১৬৬০টি, স্পর্শ কাতর বুথের সংখ্যা ২৮৭। শনিবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরুর পর বিক্ষিপ্ত ভাবে কয়েকটি বুথে সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরবর্তীতে ফিরে আসে স্বাভাবিক অবস্থা। নির্বাচনে কিছু বুথেই নিযুক্ত ছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও সেই বাহিনীকেও আইন শৃঙ্খলার কাজে সক্রিয় ভাবে ব্যবহার করার প্রয়োজন পড়েনি জেলার কোনো বুথেই। বিকেল দুটো পর্যন্ত ৩৬ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলার রিটার্নিং অফিসার মৌমিতা গোধরা।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলায় মোট ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসার কথা থাকলেও ভোট গ্রহণের দিন পর্যন্ত তাঁর অর্ধেক বাহিনী এসেছে।
advertisement
জলপাইগুড়ির প্রবীণ নাগরিক রতন ভট্টাচার্যী তিনি বলেন এখন পর্যন্ত তেমনভাবে কোন উত্তেজনার খবর জলপাইগুড়ি শহরে নেই , শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে জলপাইগুড়িতে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 5:47 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Panchayat Election 2023: দরকারই হলনা কেন্দ্রীয় বাহিনীর, আপাতত এলাকাতে বজায় আছে শান্তি