Jalpaiguri News: জলপাইগুড়ি এবং সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টি, ফুঁসছে তিস্তা! লাল সতর্কতা জারি

Last Updated:

 Jalpaiguri News: জলপাইগুড়ি এবং সিকিম পাহাড়ে লাগাতার বর্ষণে সমতলে ফুসছে তিস্তা, বারেজ থেকে ছাড়া হলো জল!

তিস্তায় লাল সংকেত জারি
তিস্তায় লাল সংকেত জারি
#জলপাইগুড়ি: গত কয়েক দিন থেকে সিকিম এবং জলপাইগুড়িতে লাগাতার বৃষ্টির ফলে এই মুহূর্তে সমতলের জনবসতি গুলোতে নতুন করে বন্যার চোখরাঙানী শুরু হয়েছে,ইতিমধ্যেই সিকিম থেকে উৎপত্তি তিস্তা নদীর অববাহিকার দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসুরক্ষিত এলাকায় লাল এবং সুরক্ষিত জলপাইগুড়ি শহর এলাকা সহ নদীতে হলুদ সংকেত দেখানো হয়েছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে।একদিকে সিকিম এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ প্রায় সব স্থানেই ভারী বৃষ্টিপাত, অপরদিকে তিস্তা বারেজ থেকে অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এই দুই মিলিয়ে যে কোনো সময়ে তিস্তা পাড়ে দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল, কারণ ইতিমধ্যেই গাজোলডোবায় অবস্থিত তিস্তা বারেজ থেকে দু হাজার একশো আটশষ্টি (২১৬৮) কিউসেকজল ছাড়া হয়েছে।
তিস্তায় জারি লাল সংকেত। বুধবার ৮টায় তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হয় ২১৬৪.৩৪ কিউমেক। গত ২৪ ঘন্টায় মালবাজারে রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ ১০২.৭০ মিলিমিটার। তিস্তার জল বাড়তে শুরু করেছে। চিন্তার ভাঁজ তিস্তাপারের বাসিন্দাদের। পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। গত চব্বিশ ঘন্টায় শিলিগুড়িতে ৩৭.৪০ জলপাইগুড়ি জেলার মালবাজারে বৃষ্টি হয়ে সব চাইতে বেশি ১০২.৭০ মিলিমিটার, বানারহাট ৪৫ মিলিমিটার।
advertisement
ময়নাগুড়ি ও তুফানগঞ্জে বৃষ্টি তুলনামূলক ভাবে কম হয়েছে। তিস্তা বারেজ জল হয়। বুধবার সকাল ৮ টায় জল ছাড়া হয়েছে ২১৬৪.৩৪ কিউমেক। ইতিমধ্যেই তিস্তার অসুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ দফতর সূত্রে খবর,আর এর ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, কিছুটা হলেও শীতের আমেজ জেলা জুড়েই । সেচ দফতর খবর সূএ জানা গিয়েছে ১২‌টা থেকে জলপাইগুড়ি দোমনী থেকে বাংলাদেশ সীমান্ত পয়ন্ত। অসংরক্ষিত এলাকায় রয়েছে লাল সংকেত এবং সংরক্ষিত একালায় রয়েছে হলুদ সংকেত। তার সাথে জলঢাকানদীতে জলের পরিমাণ কমছে ।
advertisement
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
 Jalpaiguri News: জলপাইগুড়ি এবং সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টি, ফুঁসছে তিস্তা! লাল সতর্কতা জারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement