Jalpaiguri News: ভিটেমাটি বাঁচাতে বালি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা

Last Updated:

বাড়িঘর সব ধীরে ধীরে নদীগর্ভে চলে যাচ্ছিল। অবশেষে সরকার অস্থায়ী বাঁধ তৈরি করে দেয়। কিন্তু বালি মাফিয়ারা সেই বাঁধ কেটেই বালি চুরির রাস্তা তৈরি করে। এরপরই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। প্রাণনাশের হুমকি সত্ত্বেও এলাকা থেকে হটিয়ে দিলেন বালি মাফিয়াদের

এলাকাছাড়া করলেন গ্রামবাসীরা
এলাকাছাড়া করলেন গ্রামবাসীরা
#জলপাইগুড়ি: ভিটেমাটি বাঁচাতে বালি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ধূপগুড়ির মানুষ। প্রাণনাশের হুমকি সত্ত্বেও তাঁরা নদী থেকে বালি তুলতে দিলেন না। ফলে রণে ভঙ্গ দিয়ে জেসিবি মেশিন নিয়ে ফিরে যেতে বাধ্য হল বালি মাফিয়ারা।
জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের জলঢাকা নদীর বাঁধ কেটে বালি চুরির অভিযোগ অনেকদিনের। সম্প্রতি রাজ্যের সেচ দফতর সেখানে অস্থায়ী নদী বাঁধ তৈরি করে দেয়। কিন্তু বাঁধ তৈরির পরই বালি মাফিয়ারা সেটা কেটে ফেলে বলে মাগুরামারী-২ পঞ্চায়েতের দক্ষিণ আলাতাগ্রামের বাসিন্দাদের দাবি।
মঙ্গলবার দুপুরে 'প্রাণ গেলেও নদী থেকে বালি তুলতে দেব না' এই দাবি স্বপ্ন দেখে বিক্ষোভে শামিল হন এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে ঐ এলাকায় নদী বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন করছেন গ্রামবাসীরা। তারা ভূমিরক্ষা কমিটি তৈরি করে আন্দোলন করছে। গ্রামবাসীদের আন্দোলনের জেরে সেচমন্ত্রী পার্থ ভৌমিক‌ও এলাকা পরিদর্শনে এসেছিলেন। তিনি ফিরে যাওয়ার পরই সেচ দফতর অস্থায়ী বাঁধ তৈরি করে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, ইংরেজি নববর্ষের প্রথম দিনই বালি মাফিয়ারা নতুন তৈরি বাঁধ কেটে নদী থেকে বালি চুরির জন্য রাস্তা তৈরি করে।
advertisement
advertisement
বালি চুরির জন্য নিয়ে আসা হয় জেসিপি মেশিন। নিজেদের ভিটে মাটি বাঁচাতে মরিয়া গ্রামবাসীরা সেই সময় বালিচুরিতে বাধা দেন। পাল্টা প্রাণনাশের হুমকি দেয় বালি মাফিয়ারা। উভয় পক্ষের মধ্যে বচসা বাধে। এরপর গ্রামবাসীরা নদী থেকে বালি চুরি রুখতে রাত জেগে পাহারা শুরু করেন।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, এমনিতেই নদী ভাঙনে তাঁদের ভিটেমাটি নদীতে তলিয়ে যাচ্ছে। দীর্ঘদিন আন্দোলনের পর সরকার বাঁধের ব্যবস্থা করেছে। কিন্তু ফের নদী থেকে বালি তোলা হলে বাঁধ দিয়েও কোন‌ও কাজ হবে না। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ভিটেমাটি বাঁচাতে বালি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement