Jalpaiguri News: ঢাকের তালে অন্যেরা নাচলেও নিজেদের জীবনেই ঘটছে ছন্দপতন! মন ভাল নেই ওঁদের

Last Updated:

দুর্গাপুজো এসে গেলেও মন ভাল নেই জলপাইগুড়ির ঢাকিদের

+
title=

জলপাইগুড়ি: দুর্গাপুজো এলেই ডাক পড়ে ঢাকিদের। জলপাইগুড়ির দেবনগরে অবস্থিত তেমনই এক ঢাকি পাড়া। সেখানে গিয়ে দেখা গেল আসন্ন পুজোকে উপলক্ষ করে তৈরি হচ্ছেন ঢাকিরা। তুলে রাখা ঢাক নামিয়ে তাতে বোল তুলছেন। যদিও তাঁদের মনজুড়ে আক্ষেপ ও হতাশার সুর।
জলপাইগুড়ির ঢাকিপাড়ায় বেশ কিছু পরিবারের বাস। সারাবছর বিক্ষিপ্তভাবে বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ে তাঁদের। তবে মূল উপার্জনটা হয় এই দুর্গাপুজোর সময়‌ই। কিন্তু করোনার পর থেকে পরিস্থিতি মোটেও ভাল নয়। অনেকে কাজ হারিয়েছেন। দুর্গাপুজো সহ উৎসবের মরশুমে বিভিন্ন পুজোয় ডাক পাওয়ার সংখ্যাও কমে গিয়েছে। অনেকে আগে ভিনরাজ্যের পুজোয় ঢাক বাজাতে যেতেন। কিন্তু করোনার পর পুরোপুরি বাইরে যাওয়া বন্ধ। ফলে নতুন প্রজন্মের অনেকেই ঘরছাড়া। তাঁরা ঢাক, বাঁশি, সানাই, হারমোনিয়ামের বদলে কেউ কড়াই, কর্নি হাতে তুলে নিয়ে ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে যোগ দিয়েছেন।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে ঢাকিপাড়ার পরবর্তী প্রজন্মের অনেকে টোটো চালিয়ে পেটের ভাতের জোগাড় করছেন। এই পাড়ার শুভঙ্কর হাজরার মত যুবকদের দাবি, আগের মত কদর নেই ঢাকিদের। ঘাম ঝড়ানো খাটুনির তুলনায় পারিশ্রমিক পাওয়া যায় সামান্য। তাই নতুন প্রজন্ম ভিন্ন পেশার দিকে ঝুঁকছে। করোনার প্রভাব চলে গেলেও রেশ চলে যায়নি এখনও। পুজো কমিটিগুলো আগের মত আর চাঁদা তুলতে পারে না। ফলে তাঁদের পারিশ্রমিকের উপর কোপ পড়ে। তবে সুদিন আসবে সেই আশায় আছেন নিতাই হাজরার মতো অনেক ঢাকি। নিতাইয়ের বলেন, করোনার পর ধীরে ধীরে বাড়ছে পারিশ্রমিক। আশায় আছি সুদিন ফিরে আসবে। বংশপরম্পরায় বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছি। বয়স্করা কেউ কেউ ৪০ থেকে ৫০ বছর ধরে এই পেশায় যুক্ত। তাঁদের চোখেমুখে আক্ষেপের চিহ্ন স্পষ্ট। বিভিন্ন মানুষ বাদ্য-বাজনার সঙ্গে যুক্ত হয়ে সরকারি শিল্পী ভাতা পেলেও তাঁরা বঞ্চিত৷ রবি গুহের মত বর্ষিয়ান শিল্পীদের দাবি, প্রশাসনের কাছে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে পুজোয় ঢাকের তালে অন্যদের নাচানোর প্রস্তুতি নিলেও ঢাকিপাড়ার নিজের মনে কোন‌ও আনন্দ নেই।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ঢাকের তালে অন্যেরা নাচলেও নিজেদের জীবনেই ঘটছে ছন্দপতন! মন ভাল নেই ওঁদের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement