Siliguri News: ফের বড় সাফল্য শিলিগুড়ি পুলিশের, উদ্ধার কোটি টাকার মাদক
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ধৃতদের কাছ থেকে ৫৩৭ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার কাশ্মীর কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়
#শিলিগুড়ি: গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক পাচারকারীদের পর্দাফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। উদ্ধার কোটি টাকা অধিক মূল্যের মাদক দ্রব্য। বুধবার রাতে আনুমানিক এক কোটি টাকার ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সঞ্জীব মিশ্র এবং মহঃ সাইফুল হোসেন। বাড়ি যথাক্রমে নকশালবাড়ি ও মালদহয়।
ধৃতদের কাছ থেকে ৫৩৭ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার কাশ্মীর কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের এদিন জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর আসে যে নিউ জলপাইগুড়ি থানার কাশ্মীর কলোনি এলাকায় দুজন সন্দেহভাজন ব্যক্তি মাদক পাচার করতে এসেছে।সেই মোতাবেক অভিযান চালান পুলিশকর্মীরা। পুলিশ এলাকাতে পৌঁছাতেই অভিযুক্তরা পালাতে চেষ্টা করে। এরপরেই পুলিশ পিছু নিয়ে গ্রেফতার করে তাদের।
advertisement
Location :
First Published :
February 04, 2022 3:53 PM IST