এই বয়সে ফের বাবা হলেন জ্যাকি শ্রফ !
Last Updated:
#মুম্বই: বয়সে খুব একটা ফারাক নেই ৷ তবে তাতে কি ! এই বয়সেই সলমনের বাবা হয়ে গেলেন জ্যাকি শ্রফ ৷ দুই নায়ককে বাবা-ছেলের ভূমিকায় দেখতে রীতিমত আগ্রহী দর্শককূল ৷ আলি আব্বাস জফরের ছবি ভরতে দেখা যাবে এই জুটি ৷ তবে কেমন ভাবে সলমনের বাবা হিসেবে নিজেকে মানিয়ে নেবেন জ্যাকি সেটাই দেখার ৷ এমনতি জ্যাকির থেকে মাত্র ৮ বছরেরই ছোট সলমন ৷ বয়ের ফারাক তেমন নেই ৷ দুই নায়কের কেরিয়ার শুরুও হয়েছে মোটের ওপর একই সময় ৷ কিন্তু সেখানেও সলমন এখনও হিরো আর জ্যাকি সলমনের বাবা ! এতে অবাকও হয়েছেন অনেকে ৷
আরও পড়ুন মন দিয়ে দেখুন, চিনতে পারছেন নায়ক কে?
advertisement
যদিও পরিচালক আলি আব্বাস কেন এমন কাস্ট করলেন সেই রহস্যটা জিইয়েই রেখেছেন ৷ ছবি মুক্তিতেই সেটা স্পষ্ট হবে ৷ ছবির টিজর থেকেই বেশ বোঝা গিয়েছে যে বাবা ও ছেলের এক মর্মস্পর্শী গল্প দেখা মিলবে ভরত ছবিতে ৷ বাবা জ্যাকি ও ছেলে সলমনের সম্পর্ক স্ক্রিনে কতটা ফুটবে তার জন্য আপাতত অপেক্ষা ছবি মুক্তির ৷ ভরত মুক্তি পাচ্ছে ২০১৯-র ইদে ৷
advertisement
Welcome to @Bharat_TheFilm @bindasbhidu :) pic.twitter.com/S8UcwdUYiO
— ali abbas zafar (@aliabbaszafar) September 3, 2018
Location :
First Published :
September 03, 2018 8:49 PM IST