অনুরাগ তো ফিরেছে, তবে কেউ কি জানে মেঘলার বর্তমান ঠিকানা ?

Last Updated:

বাংলা টেলিভিশনের অন্যতম সুপারহিট ধারাবাহিক ইচ্ছেনদী ৷ প্রায় দু'বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করেছে এই জনপ্রিয় ধারাবাহিক ৷ বিক্রম চট্টোপাধ্যায় ও সেলাঙ্কি রায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ৷ যথাক্রমে অনুরাগ ও মেঘলা নামে ৷

#কলকাতা: বাংলা টেলিভিশনের অন্যতম সুপারহিট ধারাবাহিক ইচ্ছেনদী ৷ প্রায় দু'বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করেছে এই জনপ্রিয় ধারাবাহিক ৷ বিক্রম চট্টোপাধ্যায় ও সেলাঙ্কি রায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ৷ যথাক্রমে অনুরাগ ও মেঘলা নামে ৷
মূলত প্রেম কাহিনি আশ্রিত ধারাবাহিকের বিভিন্ন ঘটনা মানুষের মনকে এমন ভাবে স্পর্শ করেছে ৷ যে মেঘলা ও অনুরাগ আজও সবার মনের চরিত্রে পরিণত হয়েছে ৷ ধারাবাহিকটি বন্ধ হয়েছে অনেক আগেই তবুও ভুলতে পারেনি দর্শক আজও ৷
দর্শকদের না পাওয়া অনেক যন্ত্রণাই মুহূর্তের মধ্যে ভুলিয়ে দিয়েছে অনুরাগ-মেঘলা জুটি ৷ বিক্রম চট্টোপাধ্যায় অবশ্য় নতুন ধারাবাহিক ফাগুন বউ-এ আবারও নজর কেড়েছেন সবার ৷ তবে স্পটলাইটের বাইরে বেরিয়ে কেমন আছেন মেঘলা ওরফে সোলাঙ্কি ? কী বা করছেন তিনি ?
advertisement
advertisement
মাঝখানের অনেক ঘাত প্রতিঘাত ৷ সময়ও থেমে নেই ৷ মেঘলা ওরফে সোলাঙ্কি বিয়ে করে এখন বিদেশিনি ৷ হ্যাঁ এই মুহূর্তে সোলাঙ্কি নিউজিল্যান্ডে বসবাস করছেন ৷ স্বামীকে নিয়ে সুখেই ঘর করছেন তিনি ৷ মাঝখানে একটি ধারাবাহিকে কিছুদিনের জন্য অবশ্য সোলাঙ্কিকে দেখা গিয়েছিল ৷ তবে মেঘলা বেশ আছেন, ভালই আছেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুরাগ তো ফিরেছে, তবে কেউ কি জানে মেঘলার বর্তমান ঠিকানা ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement