ফের স্থগিত শুনানি, থেকে গেলেন সৌরভ, জয় শাহ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলাটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল। এর ফলে স্বাভাবিকভাবেই সৌরভ, জয় শাহ, জয়েশ জর্জ শীর্ষ আধিকারিক পদে থাকার আরও সময় পেয়ে গেলেন
এই নিয়ম অনুযায়ি ২০২০ -র মাঝামাঝি শেষ হয়ে গেছে৷এর আগ এই বছরের ফেব্রুয়ারি মাসে সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া তুষার মেহতা বিসিসিআইকে মামলা টানার জন্য কড়া বার্তা দিয়েছিলেন৷ বিচারপতি রাও বলেছেন , আমরা এইভাবে মামলা স্থগিত করতে পারিনা৷ আমরা আগে ৬ বার এই মামলা স্থগিত করেছে৷ আর স্থগিত হবে না৷ ২৩ মার্চ তারিখ দেওয়া হয়েছিল কিন্তু সে সময় শুনানি হয়নি৷ কারণ ছিল বিচারপতি রাও মারাঠা রিজার্ভেশন কেসের শুনানিতে ব্যস্ত ছিলেন৷
advertisement
তাঁর বেঞ্চ ১৪ টি মামলার শুনানি করছে৷বিসিসিআই চাইছে সৌরভ, জয় শাহ ও জয়েশ জর্জ কুলিং অফ পিরিয়ড ছাড়াই কাজ করতে থাকুন৷ সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর তিনি নিজের ভবিষ্যত স্থির করবেন৷
advertisement
Location :
First Published :
April 15, 2021 11:00 PM IST

