হোম /খবর /খেলা /
SRH vs RCB: বাংলার শাহবাজ জেতালেন আরসিবিকে

SRH vs RCB: বাংলার শাহবাজ জেতালেন আরসিবিকে

বিরাট কোহলির দলকে জেতালেন বাংলার শাহবাজ

বিরাট কোহলির দলকে জেতালেন বাংলার শাহবাজ

বিরাট কোহলির দলকে স্বপ্ন দেখাতে শুরু করলেন বাংলার শাহবাজ। এক ওভারে নিলেন তিন উইকেট

  • Last Updated :
  • Share this:
আরসিবি জয়ী ৬ রানে#চেন্নাই: বিরাট কোহলির আরসিবি- র দেওয়া টার্গেট তাড়া করতে নেমে শুরুটা যে খুব একটা ভাল করেছিল সানরাইজার্স এমন নয়। ঋদ্ধিমান সাহা ১ রান করে ফিরে গেলেন সিরাজের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে। দুর্ধর্ষ ক্যাচ নিলেন ম্যাক্সওয়েল।চিপকের মন্থর উইকেটে ১৫০ রান তাড়া করা খুব সহজ কাজ নয়। উইকেট মন্থর থাকার পাশাপাশি বলের বাউন্স সামলানো সহজ ছিল না। কিন্তু ডেভিড ওয়ার্নার সামনে থেকে নেতৃত্ব দিলেন কমলা ব্রিগেডকে। উইকেটের চরিত্র বুঝে নিয়ে নিজের স্বাভাবিক খেলা শুরু করলেন।নাইট রাইডার্স দলের বিপক্ষে রান পাননি। এদিন শুধু অর্ধশতরান পূর্ণ করলেন না, নিশ্চিত করার চেষ্টা করলেন দল যেন জিতে মাঠ ছাড়ে। বুদ্ধি করে নিজের ইনিংস সাজালেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। খুচরো রান নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন। পার্টনার মণীশ পান্ডেকে মোটিভেট করে সেরাটা আদায় করে নিলেন। বিভিন্ন বোলারদের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যানিং নিয়ে ব্যাট করছিলেন। কিন্তু জেমিসনকে সঠিক সময় আক্রমণে নিয়ে এলেন বিরাট কোহলি। দীর্ঘকায় অলরাউন্ডার ফিরিয়ে দিলেন সানরাইজার্স অধিনায়ককে। ৫৪ করে লং অনে ড্যান ক্রিশ্চিয়ানকে ক্যাচ দিয়ে ফিরলেন ওয়ার্নার।স্বাভাবিকভাবেই আউট হওয়ার পর প্রচণ্ড রেগে যেতে দেখা গেল তাঁকে। এলেন বেয়ারস্টো। এই ধরণের পিচে রান তাড়া করতে গেলে যে বুদ্ধি এবং ধৈর্যের দরকার সেটা দেখাতে শুরু করেছিলেন দুজনে। কিন্তু এর পরেই ধাক্কা। শাহবাজ আহমেদ ফিরিয়ে দিলেন বেয়ারস্টোকে। ইংলিশ তারকা তুলে মারতে গিয়ে ডিভিলিয়ার্সের হাতে জমা পড়লেন। পরের বলেই পান্ডে ফিরে গেলেন স্টেপ আউট করে মারতে গিয়ে। কাশ্মীরের সামাদ একই ভুল করলেন। নিজের বলে নিজেই ক্যাচ নিলেন শাহবাজ।
বিরাট কোহলির দলকে স্বপ্ন দেখাতে শুরু করলেন বাংলার শাহবাজ। চাপে পড়ে গেল সানরাইজার্স। কোথাও যেন ফিরে আসতে শুরু করল মুম্বই বনাম কেকেআর ম্যাচের স্মৃতি। ১৭ তম ওভার ম্যাচটা নিয়ে এল আরসিবির দিকে। বিজয় শংকর ফিরে গেলেন ৩ রান করে। হোল্ডার ফিরে গেলেন সিরাজের বলে ৪ রান করে।রশিদ খান ভুবনেশ্বর কুমারকে সঙ্গে নিয়ে একটা শেষ চেষ্টা করলেন।শেষ ওভারে নো বল করে সানরাইজার্সকে ফ্রি হিট দিলেন হর্ষল প্যাটেল। কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। রান আউট হয়ে ফিরে গেলেন রশিদ। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জেতার পর দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টারে বাজিমাত করল বিরাটের আরসিবি। ক্রিকেট দেবতা কী এবার সদয় আরসিবির প্রতি? ইঙ্গিত সেরকমই মনে হচ্ছে আপাতত।
Published by:Rohan Chowdhury
First published:

Tags: RCB, Sunrisers Hyderabad