IPL 2021: শুভমানদের দুর্বলতা জানা ছিল দাবি চাহারের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ওঁর সঙ্গে অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকে খেলছি। জানি গিল টানা ছক্কা হাঁকাতে পারে না, বলেন রাহুল
নাইট রাইডার্স দলের প্রথম চার ব্যাটসম্যান তাঁর শিকার। শুভমান গিল তাঁকে ছক্কা মারেন। কিন্তু এই ওভারেই গিলকে ফিরিয়ে দেন রাহুল। এরপর ইয়ন মর্গ্যান স্টেপ আউট করে মারতে গেলে বলের ফ্লাইট ছোট করে দেন। সেট হয়ে যাওয়া রানা স্টেপ আউট করলে অফ স্টাম্পের বাইরে গুগলি করেন। তবে দিনের সেরা বলে ফিরিয়ে দেন রাহুল ত্রিপাঠীকে। বলটা লেগ স্টাম্প লাইনে পড়ে মিডল স্টাম্প হয়ে ব্যাটের কানায় লেগে জমা পড়ল কুইন্টন ডি ককের হাতে। চিপকের স্পিন-সহায়ক উইকেটে রাহুল চাহার যেন হয়ে উঠলেন শেন ওয়ার্ন।
advertisement
তবে ম্যাচের সেরা হয়ে জানালেন সাফল্যের রেসিপি। গিল তাঁকে ছয় মারলেও তিনি নিশ্চিত ছিলেন কেকেআর ওপেনারকে আউট করতে পারবেন। রাহুল বলেন,"ওঁর সঙ্গে অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকে খেলছি। জানি গিল টানা ছক্কা হাঁকাতে পারে না। তাই নিজের লাইন বদলাইনি। ইয়ন মর্গ্যান এবং রানা দুজনেই বাঁহাতি। তাই মিডল বা লেগ স্টাম্প লাইনে বল করব না ঠিক করেই ফেলেছিলাম। অফের বাইরে থেকে লেগে শট খেলতে বাধ্য করাই ছিল প্ল্যান। তবে সবচেয়ে আনন্দ পেয়েছি ত্রিপাঠীকে আউট করে। বলটা অতটা ঘুরবে বুঝতে পারিনি।"
advertisement
advertisement
এবার দলে তিনি একা নন। লেগ স্পিনার হিসেবে নেওয়া হয়েছে অভিজ্ঞ পীযূষ চাওলাকে। রাহুল অবশ্য মনে করেন চাওলার সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত লড়াই নেই। দলে ধারাবাহিক পারফর্ম করে জায়গা ধরে রাখাই তাঁর আসল লক্ষ্য। তবে আইপিএল দীর্ঘ টুর্নামেন্ট। অতীতে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন আরবে। এবার দেশের মাটিতে ফের সেরা হওয়ার মুকুট চান তরুণ লেগ স্পিনার। নাইটদের বিরুদ্ধে এই সাফল্য তাঁর আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে মেনে নিচ্ছেন রাহুল।
view commentsLocation :
First Published :
April 14, 2021 3:25 PM IST

