উত্তাপে ভাঁটা ! ‘হট হোস্ট’ মায়ান্তি ল্যাঙ্গার নেই এবারের আইপিএলে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এবছর আইপিএলে দেখা যাবে না মায়ান্তি ল্যাঙ্গারকে ৷
#দুবাই: ভারত-সহ সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর এখন আমিরশাহিতে শুরু হতে চলা ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) দিকে। করোনা অতিমারী চলে আসায় এপ্রিলে শুরু হতে চলা আইপিএলের আসর পিছিয়ে যায়। ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল-এর কোনও ম্যাচে স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি দেখা যাবে না। কিন্তু টেলিভিশন এবং অন্যান্য লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা বাড়িতে বসেই দেখতে পারবেন সবক'টি ম্যাচ। বলা বাহুল্য, ক্রিকেট বিশ্ব এখন শুধু আইপিএল-এর শুরু হওয়ার অপেক্ষায়।
ক্রিকেটে বরাবরই, ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞদের গরমাগরম কমেন্ট্রি এবং খেলার খুঁটিনাটি বিশ্লেষণের এক আলাদাই ভূমিকা রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিশিয়াল ব্রডকাস্টার সংস্থা এই মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে চলা টুর্নামেন্টের ধারাভাষ্যকার এবং প্রেজেন্টারদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। তালিকায় প্রথমেই যাঁর নাম না দেখে ক্রিকেট ফ্যানরা হতাশ হয়েছেন, তিনি হলেন মায়ান্তি ল্যাঙ্গার ৷ ক্রিকেট ছাড়াও সমগ্র খেলার দুনিয়ায় টিভি প্রেজেন্টারদের মধ্যে যিনি অত্যন্ত পরিচিত মুখ ৷ ম্যাচের আগে, দুই ইনিংসের মাঝের ব্রেকে কিংবা খেলার শেষে তাঁর শো দেখার জন্য মুখিয়ে থাকেন প্রত্যেকেই ৷
advertisement
Hi! Mayanti Langer won't be a part of #Dream11IPL 2020.
— Star Sports (@StarSportsIndia) September 17, 2020
advertisement

আসুন দেখে নেওয়া যাক কাদের নাম সেই তালিকায় রয়েছে।
ওয়ার্ল্ড ফিড: হর্ষ ভোগলে, সাইমন ডৌল, ইয়ান বিশপ, মাইকেল স্ল্যাটার, ড্যানি মরিসন, দীপ দাশগুপ্ত, রং গাভাস্কর, পমি মবোঙ্গা, ড্যারেন গাঞ্জা, এল শিবরামাকৃষ্ণণ, মুরলি কার্তিক, সুনীল গাভাস্কর, কেভিন পিটারসন, অঞ্জু চোপড়া, লিজা স্তাহেলকার, মার্ক নিকোলাস, কুমার সঙ্গকারা এবং জেপি ডুমিনি।
advertisement
হিন্দি কমেন্টেটর প্যানেল: আকাশ চোপড়া, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, আশিস নেহেরা, নিখিল চোপড়া, সন্দীপ পাতিল, সঞ্জয় বাঙ্গার, অজিত আগরকার এবং কিরণ মোরে।
প্রেজেন্টার: সুরেন সুন্দরম, কিরণ নারায়ণন, সুহেল ছন্দক, নশপ্রীত কৌর, সঞ্জনা গণেশন, যতীন সাপ্রু, তন্ন্যা পুরোহিত, অনন্ত ত্যাগী, ধীরাজ জুনেজা এবং নেরোলি মিডোস।

advertisement
প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জেপি ডুমিনি-কে এই প্রথমবার আইপিএলে ওয়ার্ল্ড ফিডে দেখা যাবে। ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে তাঁর ৷

চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়েই আইপিএল ২০২০ শুরু হতে চলেছে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর ১৯ থেকে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট ৷ খেলা হবে দুবাই, শারজা এবং আবু ধাবিতে ৷
Location :
First Published :
September 18, 2020 5:11 PM IST