RCB vs SRH IPL 2021 Live Streaming: কখন, কোথায় দেখবেন ম্যাচ

Last Updated:

জিও গ্রাহকরা আইপিএল ম্যাচ দেখার বিশেষ সুবিধা পাবেন৷

#চেন্নাই: বিরাট কোহলি  (Virat Kohli) -র নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের ১৪ তম মরশুম শুরু করেছে৷ ১৪ এপ্রিল বিরাট বাহিনীর সামনে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ৷ এদিকে ব্যাঙ্গালোর ম্যাচ জিতলেও হায়দরাবাদ নিজেদের প্রথম ম্যাচে হেরেছে৷ আরসিবি সামনের ম্যাচে মহম্মদ আজহারউদ্দিন  এবং অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে খেলাবে৷ এই ম্যাচেও আরসিবি বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের ব্যাটের ওপর ভরসা রাখবে৷ এদিকে নজর থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের ওপরেও৷
অন্যদিকে সানরাইজার্সের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং ওয়ার্নার কেকেআরের বিরুদ্ধে ফ্লপ৷ তাঁরা আসলে ফর্মে ফিরবেন৷ জনি বেয়রিস্তো ওপেন করতে নামতে পারবেন৷ উইলিয়ামসন এই ম্যাচে খেলবেন না৷ কোচ ট্রেভর বেলিস জানিয়েছে পুরো  ফিট হতে সময় লাগবে৷
কখন শুরু হবে আইপিএল ম্যাচ ?
advertisement
আইপিএল ২০২১-এ  সানরাইজার্স হায়দারবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  ষষ্ঠ ম্যাচ ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটায় হবে৷
advertisement
টস হবে সন্ধ্যা সাতটায়৷
আইপিএল ২০২১ ষষ্ঠ ম্যাচ কোথায় হবে?
আইপিএল ২০২১ ষষ্ঠ ম্যাচ ১৪ এপ্রিল বুধবার খেলা হবে৷ ম্যাচ হবে চেন্নাইতে৷
টিভিতে আইপিএল ২০২১ -র সম্প্রচারের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
আইপিএল ২০২১ -র ম্যাচের সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ সেখানেই দেখতে পাবেন দর্শকরা৷
ভিভো আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন৷
advertisement
আইপিএল ২০২১ -র ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে ডিজনি  হট স্টারে ৷ এছাড়া লাইভ আপডেটসের জন্য নিজেদের ফোন থেকে  নিউজ ১৮ বাংলার  ওয়েবসাইটে নজর রাখতে পারেন৷
জিও গ্রাহকরা আইপিএল ম্যাচ দেখার বিশেষ সুবিধা পাবেন৷ রিলায়েন্স জিও নিজেদের পোস্ট পেইড ও প্রি পেইড গ্রাহকদের জন্য ম্যাচ দেখার বিশেষ সুযোগ করে দিয়েছে৷ জিও-র সমস্ত পোস্ট পেইড যোজনায় জিও গ্রাহকরা আইপিএলের ম্যাচ বিনামূল্যে দেখতে পাবেন৷ তাদের ডিজনি হটস্টারের সঙ্গে সেরকমই চুক্তি রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
RCB vs SRH IPL 2021 Live Streaming: কখন, কোথায় দেখবেন ম্যাচ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement