IPL 2021: ‘রেগে আগুন, তেলে বেগুন’ বিরাট ঠিক কী করলেন মাঠেই, দেখুন ভিডিও

Last Updated:

রেগে গেলে বিরাট কোহলি কতটা ভয়ঙ্কর ফের মিলল প্রমাণ৷

#চেন্নাই:  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  (RCB) অধিনায়ক বিরাট কোহলি আউট হওয়ার পরে এতই রেগে গেলেন যে আর নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না৷ RCB vs SRH ম্যাচে ডাগআউটে ফিরে নিজের ব্যাট দিয়ে চেয়ার উল্টে ফেলে দেন৷ কোহলি মাঠে ও মাঠের বাইরে নিজের আগ্রাসনের জন্য বিখ্যাত৷ এদিন ফের একবার কোহলির সেই উগ্র রূপের সাক্ষী হলেন দর্শকরা৷ ডিপে একটি শট খেলতে চাইছিলেন তখন আউট হয়ে যান তিনি৷ এভাবে আউট হতে চাননি৷ এর আগেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬ টি ইনিংসে ফ্লপ করেছিলেন তিনি৷
আইপিএল কর্তৃপক্ষের  থেকে  প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘বিরাট কোহলি আইপিএল কোড অফ কনডাক্ট (IPL Code of Conduct) ভাঙার জন্য  অভিযুক্ত৷ তাঁর বিরুদ্ধে লেভেল ১ অফেন্স ২.২ ধার্য হয়েছে আইপিএল নিয়মবিধি অনুযায়ি৷ আর  লেভেল ওয়ান বিধিভঙ্গের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত৷ ’’
advertisement
advertisement
ম্যাচের পর বিরাট কোহলি জানিয়েছেন, ‘‘ উইকেট  সহজ ছিল না, চাপ ছিল৷ পুরনো বলে খেলা ক্রমশ শক্ত হয়ে যাচ্ছিল৷ আমি পাওয়ার প্লে-তে কয়েকটা চার মেরে মোমেন্টাম তৈরির চেষ্টা করছিলাম৷ ’’
এদিনের ম্যাচে ৩১ বছরের কোহলি ২৯ বলে ৩৩ রান করেন৷ তাঁর ইনিংসে রয়েছে ৪ টি বাউন্ডারি রয়েছে৷ সানরাইজার্সের অলরাউন্ডার জেসনহোল্ডারের কাছে তিনি উইকেট হারান৷ ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতে শট মারতে গিয়ে ব্যাটের টপ এজ লাগে তারপর বিজয় শঙ্করের কাছে ডিপে ক্যাচ আউট হন তিনি৷
advertisement
তিনি গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) সঙ্গে ৪৪ রানের পার্টনারশিপ করেন৷ অজি ক্রিকেটার এই আইপিএল মরশুমে নিজের প্রথম অর্ধশতরান সেরে ফেললেন এই দিন৷ আইপিএল ২০১৬-র পর এটাই তাঁর আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি৷ এদিনের ম্যাক্সওয়েলের ৫৯ রানের ইনিংসে পাঁচটি চার ও তিনটি ছয় ছিল৷ আর মূলত এরই সুবাদে ১৪৯ রান করেন তিনি৷ তিনি একদম শেষ অবধি উইকেটে ছিলেন৷
advertisement
এদিনের মাঝারি রানের টার্গেট পেয়েও সানরাইজার্স ৬ রানে হেরে যায়৷ এটা আরসিবি- র আইপিএল ইতিহাসে চতুর্থ সবচেয়ে কম রানের টার্গেট দিয়েও ম্যাচ জয়৷ এদিনের ৬ রানের জয়ের ফলে আইপিএল টেবলের এক নম্বরে পৌঁছে গেল বিরাট বাহিনী৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: ‘রেগে আগুন, তেলে বেগুন’ বিরাট ঠিক কী করলেন মাঠেই, দেখুন ভিডিও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement