IPL 2021: ‘রেগে আগুন, তেলে বেগুন’ বিরাট ঠিক কী করলেন মাঠেই, দেখুন ভিডিও

Last Updated:

রেগে গেলে বিরাট কোহলি কতটা ভয়ঙ্কর ফের মিলল প্রমাণ৷

#চেন্নাই:  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  (RCB) অধিনায়ক বিরাট কোহলি আউট হওয়ার পরে এতই রেগে গেলেন যে আর নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না৷ RCB vs SRH ম্যাচে ডাগআউটে ফিরে নিজের ব্যাট দিয়ে চেয়ার উল্টে ফেলে দেন৷ কোহলি মাঠে ও মাঠের বাইরে নিজের আগ্রাসনের জন্য বিখ্যাত৷ এদিন ফের একবার কোহলির সেই উগ্র রূপের সাক্ষী হলেন দর্শকরা৷ ডিপে একটি শট খেলতে চাইছিলেন তখন আউট হয়ে যান তিনি৷ এভাবে আউট হতে চাননি৷ এর আগেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬ টি ইনিংসে ফ্লপ করেছিলেন তিনি৷
আইপিএল কর্তৃপক্ষের  থেকে  প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘বিরাট কোহলি আইপিএল কোড অফ কনডাক্ট (IPL Code of Conduct) ভাঙার জন্য  অভিযুক্ত৷ তাঁর বিরুদ্ধে লেভেল ১ অফেন্স ২.২ ধার্য হয়েছে আইপিএল নিয়মবিধি অনুযায়ি৷ আর  লেভেল ওয়ান বিধিভঙ্গের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত৷ ’’
advertisement
advertisement
ম্যাচের পর বিরাট কোহলি জানিয়েছেন, ‘‘ উইকেট  সহজ ছিল না, চাপ ছিল৷ পুরনো বলে খেলা ক্রমশ শক্ত হয়ে যাচ্ছিল৷ আমি পাওয়ার প্লে-তে কয়েকটা চার মেরে মোমেন্টাম তৈরির চেষ্টা করছিলাম৷ ’’
এদিনের ম্যাচে ৩১ বছরের কোহলি ২৯ বলে ৩৩ রান করেন৷ তাঁর ইনিংসে রয়েছে ৪ টি বাউন্ডারি রয়েছে৷ সানরাইজার্সের অলরাউন্ডার জেসনহোল্ডারের কাছে তিনি উইকেট হারান৷ ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতে শট মারতে গিয়ে ব্যাটের টপ এজ লাগে তারপর বিজয় শঙ্করের কাছে ডিপে ক্যাচ আউট হন তিনি৷
advertisement
তিনি গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) সঙ্গে ৪৪ রানের পার্টনারশিপ করেন৷ অজি ক্রিকেটার এই আইপিএল মরশুমে নিজের প্রথম অর্ধশতরান সেরে ফেললেন এই দিন৷ আইপিএল ২০১৬-র পর এটাই তাঁর আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি৷ এদিনের ম্যাক্সওয়েলের ৫৯ রানের ইনিংসে পাঁচটি চার ও তিনটি ছয় ছিল৷ আর মূলত এরই সুবাদে ১৪৯ রান করেন তিনি৷ তিনি একদম শেষ অবধি উইকেটে ছিলেন৷
advertisement
এদিনের মাঝারি রানের টার্গেট পেয়েও সানরাইজার্স ৬ রানে হেরে যায়৷ এটা আরসিবি- র আইপিএল ইতিহাসে চতুর্থ সবচেয়ে কম রানের টার্গেট দিয়েও ম্যাচ জয়৷ এদিনের ৬ রানের জয়ের ফলে আইপিএল টেবলের এক নম্বরে পৌঁছে গেল বিরাট বাহিনী৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: ‘রেগে আগুন, তেলে বেগুন’ বিরাট ঠিক কী করলেন মাঠেই, দেখুন ভিডিও
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement