IPL 2021: মেগা এনকাউন্টারে মুখোমুখি KKR vs MI, এই গেমচেঞ্জারদের ওপর বাজি রাখুন

Last Updated:

চিপকের মাঠে কে জ্বলে উঠবেন দলের জন্য মহা তারকা হয়ে, নজর রাখতে হবে দুই দলের এই ক্রিকেটারদের ওপর৷

#চেন্নাই: IPL 2021 -র পঞ্চম ম্যাচ আজ চেন্নাইতে৷ নাইট রাইডার্সের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI)৷ চেন্নাইয়ের চিপকে ম্যাচ হবে৷ এই পিচ প্রধানত স্পিনারদের সহায়ক, এই পিচে ইতিমধ্যেই ম্যাচ খেলা হয়েছে৷ তবে এখনও অবধি এই পিচে জোরে বোলাররাই সাফল্য পেয়েছেন৷ কিন্তু যেরকম যেরকম ম্যাচ এগোবে সেরকম সেরকম পিচ স্পিনের দিকেই ঘুরবে৷ এই ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্সের ভিত্তিতে প্লেয়িং ইলেভেনে জায়গা পেতে পারেন৷
উইকেটরক্ষক -কুইন্টন ডি কক (Quinton De Kock)
উইকেটরক্ষক হিসেবে কুইন্টন ডি কক প্রথম পছন্দ৷ ২০১৯ থেকে পাওয়ার প্লে -তে তার চেয়ে বেশি রান কেউ বানায়নি৷ পাওয়ার প্লে -র ৬ ওভারে তিনি ৬২৮ রান করেছেন৷
advertisement
ব্যাটসম্যান-রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, নীতিশ রাণা, ইয়ন মর্গ্যান
রোহিত শর্মা (Rohit Shrama) আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি রানের মালিকদের তালিকার পাঁচ নম্বরে রয়েছেন তাঁর মোট রান ৫২৪৯৷ ৪০ বারের বেশি তিনি ৫০ -র বেশি রান করেছেন৷ এছাড়া সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)  গত তিন মরশুম ধরে প্রতিবারই ৪০০ -র বেশি রান করেছেনষ এছাড়া তিনি ইংল্যান্ড সিরিজেও ভালো পারফর্ম করেছেন৷
advertisement
এদিকে কেকেআরের নীতিশ রাণা (Nitish Rana) প্রথম ম্যাচে শানদার পারফর্ম করে ৮০ রানও করেছেন৷ গত চারটি মরশুমে কেকেআরের অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eoin Morgan) মিডল অর্ডারের কার্যকর করতে৷ শেষের দিকের ওভারে তিনি বড় শট খেলার উপযোগী৷
অলরাউন্ডার- শাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, কায়রন পোলার্ড
অলরাউন্ডারের কথা বললে কেকেআরের কাছে দুটি মোক্ষম অস্ত্র শাকিব আল হাসান  (Shakib Al Hasan)  এবং আন্দ্রে রাসেল (Andre Russell) ৷ রাসেল ডেথ ওভারে স্ট্রাইক রেট ২০০ -র বেশি৷ এছাড়া ১৪০ -র বেশি গতিতে বোলিং করেন তিনি৷ এদিকে শাকিব আল হাসান চেন্নাইয়ের স্লো পিচে স্পিন বোলিংয়ে কামাল করতে পারেন৷ পাশাপাশি মিডল অর্ডারের ভালো ব্যাটসম্যান তিনি ৷
advertisement
এদিকে যদি মুম্বইয়ের কথা হয় তাহলে পোলার্ডের(Kieron Pollard)  রেকর্ড দুরন্ত৷ লিগে তিনি ৩ হাজারের বেশি রান করেছেন৷ ডেথ ওভারে স্ট্রাইকরেট ২০০ -র বেশি৷ পাশাপাশি স্লো পিচে বিষাক্ত বোলিং করার ক্ষমতা রাখেন তিনি৷
বোলার - জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স
মুম্বইয়ের জোরে বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) টি টোয়েন্টি স্পেশালিস্ট৷ গত তিন বছরে তাঁর ইকনমি ৭ -র নীচে আর শেষ ওভারে তাঁর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ৷ আইপিএলে ১১১ উইকেট নিয়েছেন তিনি৷ অন্যদিকে কেকেআরের জোরে বোলার প্যাট কামিন্স (Pat Cummins) নতুন বলে দারুণ কার্যকর৷ গত মরশুমে তিনি ১২ উইকেট নেন৷ বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)  ১৭ উইকেট নেন৷ চেন্নাইয়ের পিচে দারুণ কার্যকর হতে পারেন৷
advertisement
পিচ রিপোর্ট - প্রথম ইনিংসে ১৭১ রান উঠতে পারেষ প্রথমে ব্যাট করা লাভজনক৷
চেন্নাইয়ের পিচ ম্যাচ যত ম্যাচ এগোবে তত স্লো হবে৷ তাই প্রথমে ব্যাট করা সত্যি৷ ৫৯ টি আইপিএল মোকাবিলা হয়েছে৷ ৩৬ ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে৷ ২০১৯ এ আইপিএল অনুযায়ি প্রথম ইনিংসে গড়ে বিজয়ী দল ১৭১ রান করেছে৷ এই পিচ ২০০ রানের পিচ নয়৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: মেগা এনকাউন্টারে মুখোমুখি KKR vs MI, এই গেমচেঞ্জারদের ওপর বাজি রাখুন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement