IPL 2021: DC vs RR হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতি মুহূর্তের আপডেট কোথায়, কখন দেখবেন

Last Updated:

জিও গ্রাহকরা আইপিএল ম্যাচ দেখার বিশেষ সুবিধা পাবেন৷ রিলায়েন্স জিও নিজেদের পোস্ট পেইড ও প্রি পেইড গ্রাহকদের জন্য ম্যাচ দেখার বিশেষ সুযোগ করে দিয়েছে৷

#মুম্বই: দিল্লি ক্যাপিটাল্স এবং রাজস্থান রয়্যালস (DC vs RR) -র মধ্যে আজ রাতে আইপিএলের ম্যাচ৷ এই ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে৷ দিল্লি চাইবে তাদের জয়ের ধারা বজায় রাখতে৷ অন্যদিকে রাজস্থান চাইবে নিজের প্রথম জয় পেতে৷ বেন স্টোকস দল থেকে বেরিয়ে গেছেন৷ রাজস্থানের পক্ষ থেকে জস বাটলার ওপেনিং করতে পারেন৷ অধিনায়ক সঞ্জু স্যামসন দারুণ শতরান করেছেন৷ অন্যদিকে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ দারুণ ফর্মে রয়েছেন৷
পিচের কথা বললে প্রাথমিক ধারণা এই পিচ প্রতিবারের মতো পেস সহায়ক হবে৷ এখনও অবধি ২ টি ম্যাচ এখানে খেলা হয়ে গেছে৷ এই পিচে প্রচুর রান উঠছে, মারা হয়েছে প্রচুর ছক্কাও৷ প্রথম ম্যাচে দিল্লি ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ দু‘জনেই অর্ধ শতরান হয়েছে৷ ধাওয়ানের টি টোয়েন্টি লিগে দারুণ রেকর্ড রয়েছে৷
advertisement
আইপিএল ম্যাচ কখন শুরু হবে?
advertisement
আইপিএল ২০২১ এ সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটাল্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে৷ এই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়৷ টস হবে সন্ধ্যা সাতটায়৷
আইপিএল ২০২১ সপ্তম ম্যাচ কোথায় হবে?
আইপিএল ২০২১ -র সপ্তম ম্যাচ ১৫ এপ্রিল হবে৷ বৃহস্পতিবার ওয়াংখেড়েতে হবে৷
আইপিএল ২০২১ -র লাইভ প্রচার কোথায় হবে?
advertisement
আইপিএলের সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে হবে৷
আইপিএল ম্যাচ লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
আইপিএল ২০২১ ম্যাচের লাইভ স্ট্রিমিং হটস্টারে হবে৷ এছাড়া ম্যাচের আপডেট হবে নিউজ ১৮ বাংলাতে৷
জিও গ্রাহকরা আইপিএল ম্যাচ দেখার বিশেষ সুবিধা পাবেন৷ রিলায়েন্স জিও নিজেদের পোস্ট পেইড ও প্রি পেইড গ্রাহকদের জন্য ম্যাচ দেখার বিশেষ সুযোগ করে দিয়েছে৷ জিও-র সমস্ত পোস্ট পেইড যোজনায় জিও গ্রাহকরা আইপিএলের ম্যাচ বিনামূল্যে দেখতে পাবেন৷ তাদের ডিজনি হটস্টারের সঙ্গে সেরকমই চুক্তি রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: DC vs RR হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতি মুহূর্তের আপডেট কোথায়, কখন দেখবেন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement