SRH vs RCB : আরসিবিতে ফিরলেন দেবদত্ত পাড্ডিকাল, দেখে নিন দু'দলের প্রথম একাদশ

Last Updated:

কেকেআরের কাছে প্রথম ম্যাচে দশ রানে হেরেছিল হায়দরাবাদ। আজ তাই ডেভিড ওয়ার্নারের দল জয়ে ফিরতে মরিয়া।

#চেন্নাই: প্রথম ম্যাচেই পাঁচবারের আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে চনমনে আরসিবি। বিরাট কোহলির দলকে দুর্ভাগ্যা তাড়া করছে বছরের পর বছর ধরে। প্রতিবার তারকায় ভরা দল গড়ে তারা। কিন্তু শেষমেশ মরশুম শেষে ব্যর্থতাই ধরা দেয় কোহলিদের হাতে। এবার তাই জয়ের ধারা বজায় রাখতে চাইবে আরসিবি। আজ মূলত আরসিবির ব্যাটিং বনাম হায়দরাবাদের বোলিং লাইনের লড়াই। কেকেআরের কাছে প্রথম ম্যাচে দশ রানে হেরেছিল হায়দরাবাদ। আজ তাই ডেভিড ওয়ার্নারের দল জয়ে ফিরতে মরিয়া।
এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো তারকারা রয়েছে আরসিবিতে। তাঁদের কম রানে আটকানোই বড় চ্যালেঞ্জ হবে সানরাইজার্সের বোলারদের কাছে। দেবদত্ত পাড্ডিকাল না থাকায় আরসিবির ওপেনিং জুটি নিয়ে সমস্যা হচ্ছিল। তবে করোনা থেকে সেরে উঠে মাঠে ফেরার জন্য প্রস্তুত দেবদত্ত। ফলে আজ তাঁকেই দেখা যাবে ওপেনিংয়ে। আরসিবির বিরুদ্ধে সানরাইজার্সের রেকর্ড কিন্তু বেশ ভাল। এখনও পর্যন্ত দুই দল ১৮টি ম্যাচ খেলেছে। হায়দরাবাদ জিতেছে ১০টি। আরসিবি সাতটি। ডেভিড ওয়ার্নার আরসিবির বিরুদ্ধে এখনও পর্যন্ত রান করেছেন ৫৯৩। অন্যদিকে হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের সব থেকে বেশি রান বিরাট কোহলির। আজ আইপিএলে শততম ম্যাচ খেলতে নামবেন যুজবেন্দ্র চাহাল।
advertisement
আরসিবির প্রথম একাদশ- বিরাট কোহলি, দেবদত্ত পাড্ডিকাল, এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডি ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, এস আহমেদ, কে জেমিসন,, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
advertisement
হায়দরাবাদ প্রথম একাদশ- ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, জেসন হোল্ডার, এ সামাদ, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম, টি নটরাজন।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
SRH vs RCB : আরসিবিতে ফিরলেন দেবদত্ত পাড্ডিকাল, দেখে নিন দু'দলের প্রথম একাদশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement