#ওয়াশিংটন: দুনিয়ায় যে কত কি হয়, বোঝা তো দূর ভাবাও সম্ভব নয়। গোটা পৃথিবী জুড়ে আজব আজব ঘটনা ঘটে চলেছে (Woman earns Rs 37 lakh by selling her farts )! তার কিছুটা সামনে আসে, বাকিটা অধরাই থাকে। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই সামনে আসছে। ভাইরাল ভিডিওতে উঠে আসছে নানা কিছু। সম্প্রতি এক মহিলার কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ওই মহিলা নিজের বাতকর্ম বিক্রি করে এক সপ্তাহে ৩৭ লক্ষ টাকা আয় করছেন।
আমেরিকার রিয়েলিটি শোয়ের(Woman earns Rs 37 lakh by selling her farts ) টিভি তারকা স্টেফানি ম্যাটো বাতকর্ম বিক্রি করা শুরু করেছেন অনলাইনে। বাতকর্ম কী ভাবে বিক্রি করা যায়। শুনে অনেকেই অবাক হয়েছেন। ওই টিভি স্টার গোটা বিষয়টা ভিডিও করে শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
View this post on Instagram
টিভি তারকা স্টেফানি ম্যাটো জানান, তিনি নিজের খাওয়া দাওয়ার নিয়ে খুবই সজাগ থাকেন, তাই এমন খাবার খান যা পেটের ভিতর ভালো গ্যাস তৈরি করতে পারে। তিনি প্রতিদিন প্রোটিন, ডিম, দই ইত্যাদি খেয়ে থাকেন। এবার একটি কাঁচের ছোট্ট জারে গোলাপের পাপড়ি রেখে দেন। এবার গ্যাস এলেই তা ওই জারে ভরে নেন তিনি(Woman earns Rs 37 lakh by selling her farts )। গোলাপের সঙ্গে বাতক্রিয়া মিলে এক অদ্ভুত গন্ধ তৈরি হয়। যা কিনা সাত দিন পর্যন্ত ওই কাঁচের জারে রাখার ব্যবস্থা করেন তিনি। এবার অনলাইনে এই জার গুলি বিক্রি করেন ওই টিভি স্টার।
View this post on Instagram
তবে শুধু বাতকর্ম নয়, স্টেফানি নিজের পুরোনো(Woman earns Rs 37 lakh by selling her farts ) অর্ন্তবাস, চুল, স্নানের জল পর্যন্ত বিক্রি করেন অনলাইনে। তাঁর ফলোয়ার সংখ্যা ২৬৫ হাজার। এই ভাবে নিজের বাতকর্ম ও এবং ব্যবহারের জিনিস বিক্রি করে সপ্তাহে ৩৭ লাখ ইনকাম করছেন এই মহিলা। এই ঘটনা সামনে আসতেই অবাক হয়েছেন সকলে। ভিডিও শেয়ার করে কীভাবে এই কাজ করেন তা ব্যাখ্যা করেছেন স্টেফনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Stephanie Matto, Viral Video