Woman earns Rs 37 lakh by selling her farts : সপ্তাহে ৩৭ লাখ ইনকাম! শিশিতে বাতকর্ম ভরে বিক্রি করছেন মডেল ! কী ভাবে সম্ভব? ভিডিও ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Woman earns Rs 37 lakh by selling her farts : শুধু বাতকর্ম নয়, এই জনপ্রিয় টিভি স্টার তাঁর ব্যবহৃত অর্ন্তবাস, এবং স্নানের জল, মাথার চুল পর্যন্ত চড়া দামে বিক্রি করছেন। অনলাইনে চাইলেই পাওয়া যাবে সব কিছু। ভিডিও সামনে এল
#ওয়াশিংটন: দুনিয়ায় যে কত কি হয়, বোঝা তো দূর ভাবাও সম্ভব নয়। গোটা পৃথিবী জুড়ে আজব আজব ঘটনা ঘটে চলেছে (Woman earns Rs 37 lakh by selling her farts )! তার কিছুটা সামনে আসে, বাকিটা অধরাই থাকে। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই সামনে আসছে। ভাইরাল ভিডিওতে উঠে আসছে নানা কিছু। সম্প্রতি এক মহিলার কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ওই মহিলা নিজের বাতকর্ম বিক্রি করে এক সপ্তাহে ৩৭ লক্ষ টাকা আয় করছেন।
আমেরিকার রিয়েলিটি শোয়ের(Woman earns Rs 37 lakh by selling her farts ) টিভি তারকা স্টেফানি ম্যাটো বাতকর্ম বিক্রি করা শুরু করেছেন অনলাইনে। বাতকর্ম কী ভাবে বিক্রি করা যায়। শুনে অনেকেই অবাক হয়েছেন। ওই টিভি স্টার গোটা বিষয়টা ভিডিও করে শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
advertisement
advertisement
টিভি তারকা স্টেফানি ম্যাটো জানান, তিনি নিজের খাওয়া দাওয়ার নিয়ে খুবই সজাগ থাকেন, তাই এমন খাবার খান যা পেটের ভিতর ভালো গ্যাস তৈরি করতে পারে। তিনি প্রতিদিন প্রোটিন, ডিম, দই ইত্যাদি খেয়ে থাকেন। এবার একটি কাঁচের ছোট্ট জারে গোলাপের পাপড়ি রেখে দেন। এবার গ্যাস এলেই তা ওই জারে ভরে নেন তিনি(Woman earns Rs 37 lakh by selling her farts )। গোলাপের সঙ্গে বাতক্রিয়া মিলে এক অদ্ভুত গন্ধ তৈরি হয়। যা কিনা সাত দিন পর্যন্ত ওই কাঁচের জারে রাখার ব্যবস্থা করেন তিনি। এবার অনলাইনে এই জার গুলি বিক্রি করেন ওই টিভি স্টার।
advertisement
advertisement
তবে শুধু বাতকর্ম নয়, স্টেফানি নিজের পুরোনো(Woman earns Rs 37 lakh by selling her farts ) অর্ন্তবাস, চুল, স্নানের জল পর্যন্ত বিক্রি করেন অনলাইনে। তাঁর ফলোয়ার সংখ্যা ২৬৫ হাজার। এই ভাবে নিজের বাতকর্ম ও এবং ব্যবহারের জিনিস বিক্রি করে সপ্তাহে ৩৭ লাখ ইনকাম করছেন এই মহিলা। এই ঘটনা সামনে আসতেই অবাক হয়েছেন সকলে। ভিডিও শেয়ার করে কীভাবে এই কাজ করেন তা ব্যাখ্যা করেছেন স্টেফনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2021 5:34 PM IST