ডেনমার্কে ভোট দিতে পারবেন না মুসলিমরা? সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবর ঠিক কিনা জানুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ভাইরাল পোস্টে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি অর্থাৎ ২০২৫ সালে মুসলিমদের ভোটাধিকার ডেনমার্ক বাতিল করেছে?
Fact Checked by Factly
কোপেনহেগন: “মুসলিমদের অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমদের ভোটাধিকার বাতিল করা প্রথম দেশ হিসেবে ডেনমার্ক” বলে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
দাবি: মুসলিমদের ভোটাধিকার ডেনমার্ক বাতিল করেছে।
advertisement
ফ্যাক্ট(সত্য): ডেনমার্ক মুসলিমদের ভোটাধিকার বাতিল করেনি। ডেনমার্ক নির্বাচনী আইন অনুযায়ী, ডেনমার্কে বসবাসকারী ১৮ বছর বা তার বেশি বয়সী, কোনও মানসিক অক্ষমতা না থাকা, যে কোনও ড্যানিশ নাগরিক ডেনমার্ক নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। ডেনমার্ক কোনও ব্যক্তিকে তাদের ধর্মের ভিত্তিতে নির্বাচনে ভোট দিতে নিষেধ করেনি। অতএব পোস্টে ভুল কথা বলা হয়েছে।
advertisement
ভাইরাল পোস্টে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি অর্থাৎ ২০২৫ সালে মুসলিমদের ভোটাধিকার ডেনমার্ক বাতিল করেছে? তা জানতে উপযুক্ত কীওয়ার্ড ব্যবহার করে ইন্টারনেটে খুঁজলে, ডেনমার্কে মুসলিমদের ভোটাধিকার বাতিল করেছে বা বাতিল করতে যাচ্ছে এমন কোনো বিশ্বাসযোগ্য রিপোর্ট আমাদের পাওয়া যায়নি। যদি ডেনমার্ক মুসলিমদের ভোটাধিকার বাতিল করে থাকত, তাহলে অবশ্যই অনেক আন্তর্জাতিক মিডিয়া সংস্থা রিপোর্ট করত।
advertisement
ডেনমার্ক সরকার পার্লামেন্ট ওয়েবসাইট অনুযায়ী, ডেনমার্কে ১৮ বছর বা তার বেশি বয়সী, কোনও মানসিক অক্ষমতা না থাকা, যে কোনো ড্যানিশ নাগরিক ডেনমার্ক নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য (গ্রীনল্যান্ড, ফারো দ্বীপপুঞ্জের নাগরিকরাও ডেনমার্কের আওতায় আসে)।

ডেনমার্ক সরকার ওয়েবসাইটে ড্যানিশ নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে উপলব্ধ তথ্য অনুযায়ী, ডেনমার্ক কোনও ব্যক্তিকে তাদের ধর্মের ভিত্তিতে নির্বাচনে ভোট দিতে নিষেধ করেনি বলে স্পষ্ট হয়।
advertisement
এই ভাইরাল পোস্ট অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ২০২০ সালে, একই দাবিতে অনেক পোস্ট ইংরেজিতে ভাইরাল হলে, এই খবর সত্য নয় বলে উল্লেখ করে Factly লিখিত ফ্যাক্ট-চেক কাহিনীটি এখানে দেখা যাবে।

এছাড়াও ২০২০ সালে এই খবরের কতটা সত্যতা আছে তা যাচাই করতে বিশ্বাস নিউজ ভারতের ড্যানিশ দূতাবাসকে ই-মেইল করে যোগাযোগ করলে, ড্যানিশ দূতাবাসের তৎকালীন মিনিস্টার কাউন্সিলর স্টিন মালতে হ্যানসেন এই খবর সত্য নয়, এমন কোনও আইন অনুমোদিত হয়নি বলে উল্লেখ করেন।

advertisement
শেষে, মুসলিমদের ভোটাধিকার বাতিল করে ডেনমার্ক কোনও আইন করেনি।
Attribution: This story was originally published at Factly
Original Link: https://factly.in/telugu-the-claim-that-denmark-has-revoked-the-voting-rights-of-muslims-is-false/
Republished by News18 Bangla.com as part of the Shakti Collective
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 3:32 PM IST