Viral Video| মহিলা হস্তমৈথুনে মাতলেন ফার্নিচারের শোরুমেই! ভাইরাল ভিডিওয় নিন্দার ঝড়

Last Updated:

ভিডিওটি আপাতত ভাইরাল৷ বিভিন্ন পর্নোগ্রাফি সাইটে রমরমিয়ে ক্লিপ চলছে৷ ঘটনাটির নিন্দা করেছে IKEA৷

#বেজিং: শোরুমে বিভিন্ন সোফা, বিছানায় শুয়ে অর্ধনগ্ন অবস্থায় এক মহিলা স্বমেহন করছেন৷ সুইডেনের আসবাব প্রস্তুতকারী সংস্থা IKEA-এর চিনে একটি শো-রুমে ঘটনাটি ঘটেছে৷ সেই ভিডিওটি আপাতত ভাইরাল৷ বিভিন্ন পর্নোগ্রাফি সাইটে রমরমিয়ে ক্লিপ চলছে৷ ঘটনাটির নিন্দা করেছে IKEA৷
প্রথমে এই ভিডিওটি চিনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ কয়েক ঘণ্টায় লক্ষ লক্ষ ভিউ৷ ঘটনার পরে প্রশ্ন ওঠে সুইডিশ সংস্থার শো-রুমে নিরাপত্তা নিয়ে৷ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা এই ধরনের কাজের নিন্দা ও বিরোধিতা করছি৷ আমরা পুলিশকে অবিলম্বে জানিয়েছি৷ আমরা আরও নিরাপত্তা বাড়াচ্ছি এবং পরিচ্ছন্নতার প্রতি নজর দিচ্ছি৷'
তবে যে মহিলা হস্তমৈথুন করছিলেন, এবং যিনি সেই ঘটনার ভিডিও করেছেন, দুজনেরই পরিচয় জানা যায়নি৷ কিছু চিনা সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে, শোরুমটি সম্ভবত দক্ষিণ চিনে গুয়াংদং প্রদেশে৷
advertisement
ভিডিও-তে আরও দেখা গিয়েছে, দুজনের কেউই মাস্ক পরেনি৷ চিনে বর্তমানে যা আবশ্যিক৷ চিনে তীব্র নিন্দার ঝড় ওঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ কারও বক্তব্য, এই মহিলার এত সাহস, এই ভাবে প্রকাশ্য দিনের আলোয় একটি ফার্নিচারের শো-রুমে এই সব করছে!
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video| মহিলা হস্তমৈথুনে মাতলেন ফার্নিচারের শোরুমেই! ভাইরাল ভিডিওয় নিন্দার ঝড়
Next Article
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE