Viral Video: আকাশ ফালাফালা করে বিদ্যুতের রেখা, ফ্লোরিডার সমুদ্রে সাক্ষাৎ জল দৈত্য, ভয়ের ভিডিও ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ফ্লোরিডার উপকূলে হঠাৎই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়৷ ইনস্টাগ্রামে সকাল ৭ টা তে boo_freeman নামের অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷
#ফ্লোরিডা: জলের মধ্যে যেন সাক্ষাৎ মৃত্যু৷ নাকি সাহিত্যে যাকে যমদূত বলে তারই প্রত্যক্ষ রূপ৷ ফ্লোরিডা উপকূলে মঙ্গলবার সকালে দেখা গেল সমুদ্রের মধ্যে সুবিশাল জলস্তম্ভ৷ দক্ষিণ পশ্চিম ফ্লোরিডার উপকূল এলাকা একেবারে ভয়ে কেঁপে গেল৷ সোশ্যাল মিডিয়ায় জলের ওপর তৈরি ভয়াবহ পরিস্থিতির ভিডিও আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
ফ্লোরিডার উপকূলে হঠাৎই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়৷ ইনস্টাগ্রামে সকাল ৭ টা তে boo_freeman নামের অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷
ডেস্টিন বিচের এই ভিডিওতে হু হু করে জল থেকে উঠে আসা জলস্তম্ভটি আকাশের কালো মেঘ অবধি ছুঁয়েছে৷ মারাত্মক টর্নেডোর মতো ফানেলটি মহাসাগর ও আকাশকে জুড়ে দিয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন - Job Vacancy: সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ, ৯৮ হাজার ৮৩ পদের মেগা ভ্যাকেন্সি, জানুন সব এক ক্লিকে
দেখে নিন ভয়ের সেই ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
ওয়াটার স্প্রাউট -অর্থাৎ দৈত্যাকৃতি জলস্তম্ভ একেবারেই এক প্রাকৃতিক বিষয়৷ ন্যাশানাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের বিবরণ অনুযায়ি ‘‘হাওয়া ও জলের মিশ্রণে তৈরি স্তম্ভ৷’’ হালকা জলস্তম্ভ তৈরি হয় যখন খারাপ আবহাওয়া তৈরি হয়৷ আর টর্নেডো ধরণের পরিস্থিতিতে তৈরি হয় রাক্ষুসে জলস্তম্ভ৷ এই দৈত্যাকৃতি জলস্তম্ভগুলি অন্য স্থলভাগে যায় তাহলে পরিণতি মারাত্মক হতে পারে৷
advertisement
মঙ্গলবার দিনে একাধিক ওয়াটার স্প্রাউট তৈরি হচ্ছিল ফ্লোরিডার ডেস্টিন ও হেন্ডারসন বিচ স্টেটপার্কে৷ সকাল ৬ নাগাদ ফোর্ট হেন্ডারসন বিচে এই মারাত্মক রাক্ষুসে জল স্তম্ভটি ধরা দেয়৷ জল স্তম্ভের এই ভিডিওটি এখন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে একেবারে ভাইরাল গতিতে ছুটছে৷
advertisement
তবে এই মারাত্মক জোরালো জলস্তম্ভটি স্থলভাগে প্রবেশ করেনি৷ দ্য ন্যাশানাল ওয়েদার সার্ভিস এই পরিস্থিতিতে বিশেষ অ্যালার্টও জারি করেছিল৷
এদিকে ফিনল্যান্ডে এক মাস আগে একসঙ্গে তিনটি ওয়াটার স্প্রাউট তৈরি হতে দেখা গিয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2022 4:17 PM IST