US Presidential Election 2024: আমেরিকাতেও ছাপ্পা ভোট! ‘ব্যাপক কারচুপি’র অভিযোগ ট্রাম্পের, সরগরম মার্কিন মুলুক

Last Updated:

Donald Trump- Kamala Harris: ফিলাডেলফিয়ার এক সিটি অফিসিয়াল বলেন, “ভুয়ো খবরের অন্যতম উদাহরণ।” ফিলাডেলফিয়া পুলিশ এবং জেলা অ্যাটর্নি অফিসও ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বলে সরাসরি নাকচ করে দিয়েছে।

কী দাবি ট্রাম্পের?
কী দাবি ট্রাম্পের?
ওয়াশিংটন ডিসি: ফিলাডেলফিয়ায় ভোটে ‘ব্যাপক কারচুপি’ হয়েছে বলে অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ার সবচেয়ে বড় শহর ফিলাডেলফিয়া। নির্বাচনী ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ শহরও।
ফিলাডেলফিয়ার ভোট নিয়ে নাখুশ রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। তাঁর দাবি, “বড় ধরণের কারচুপি হয়েছে বলে শোনা যাচ্ছে।” তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ লিখেছেন, “আইন প্রয়োগকারীরা আসছে।” যদিও ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছেন ফিলাডেলফিয়ার কর্তারা।
advertisement
advertisement
ফিলাডেলফিয়ার এক সিটি অফিসিয়াল বলেন, “ভুয়ো খবরের অন্যতম উদাহরণ।” ফিলাডেলফিয়া পুলিশ এবং জেলা অ্যাটর্নি অফিসও ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বলে সরাসরি নাকচ করে দিয়েছেন। জেলা অ্যাটর্নি ল্যারি ক্রাসনারের কথায়, “ভিত্তিহীন অভিযোগ। এই ধরণের অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই।” সঙ্গে তিনি যোগ করেন, “ডোনাল্ড ট্রাম্পের কাছে যদি তাঁর অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ থাকে, তাহলে সেগুলো অবিলম্বে আমাদের হাতে দেওয়া হোক।”
advertisement
ট্রাম্প অবশ্য কোনও প্রমাণ দেননি। কিন্তু তাঁর এই মন্তব্য রাষ্ট্রপতি নির্বাচনের আগুনে ঘি ছিটিয়ে দিয়েছে। আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এমনকী তাঁর নিজের দল রিপাবলিকান পার্টি একাংশো তাঁর পাশে দাঁড়ায়নি। সিটি কমিশনার সেথ ব্লুস্টেইন, যিনি নিজেও একজন রিপাবলিকান, ট্রাম্পের দাবি উরিয়ে দিয়ে বলেছেন, “এই অভিযোগের কোনও সত্যতা নেই। ফিলাডেলফিয়ার ভোট প্রক্রিয়া সবসময়ই নিরাপদ এবং সুরক্ষিত।”
advertisement
তবে অভিযোগ যা-ই হোক, জিতে ক্ষমতায় আসতে চলেছেন ট্রাম্পই। শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭৭টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। অন্য দিকে, ২২৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন কমলা হ্যারিস।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Presidential Election 2024: আমেরিকাতেও ছাপ্পা ভোট! ‘ব্যাপক কারচুপি’র অভিযোগ ট্রাম্পের, সরগরম মার্কিন মুলুক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement