ভুল করে ইউক্রেনের বিমানের ওপর হামলা ইরানের, দাবি আমেরিকা-ইরাকের

Last Updated:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউক্রেন বিমান ভেঙে পড়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন

#তেহরান: বুধবার সকালে তেহরানের বিমানবন্দরে ওরার পরই দুর্ঘটনায় ভেঙে পড়ে ইউক্রেনের বিমান৷ পর মুহূর্তেই আগুন ধরে যায় বিমানের ইঞ্জিনে৷ ১৭৪জন যাত্রী সহ বিমানকর্মীর মৃ্ত্যু হয় এই দুর্ঘটনায়৷ আমেরিকা ও ইরাকের দাবি যে ভুল করে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স রোয়িং-৭৩৯ বিমানের ওপর হামলা চালিয়েছে ইরান৷
advertisement
বুধবার ভোর থেকে ইরাকে অবস্থিত মার্কিনসেনার বেসক্যাম্পে মিসাইল হমলা করে ইরান৷ তাদের সেনা প্রধান সুলেমানি হত্যার বদলা নিতেই এই হামলা বলে জানায় ইরান৷ এরফলে ৮০জন মার্কিন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে দাবিও জানায় ইরান সরকার৷ তবে এই হামলায় কারও মৃত্যু হয়নি বলে পাল্টা দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু এই যুদ্ধ ও হামলার বাতাবরণেই ভুল করে সাধারণ যাত্রীদের নিয়ে উড়ে যাওয়া ইউক্রেনের বিমানে হামলা চালিয়েছে ইরানই, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের৷ স্যাটালাইট, রাডার ও ইলেকট্রনিক ডেটার ভিত্তিতে এই দাবি করা হয়েছে৷
advertisement
save
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউক্রেন বিমান ভেঙে পড়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ তেহরানে যেভাবে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি তাতে ইরানের ভুল থাকতে পারে মনে করেন তিনি৷ তিনি বলেছেন যে অনেকে বলছেন এটা যান্ত্রিক ত্রুটি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনও কারণ হতে পারে৷ নিশ্চয়ই এই দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে৷ তাদের এই দাবিকে সমর্থন করেছে ইরাকও৷ যদিও এই নিয়ে এখনও মুখে খোলেনি ইরান৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভুল করে ইউক্রেনের বিমানের ওপর হামলা ইরানের, দাবি আমেরিকা-ইরাকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement