তিন আঙুলের স্যালুট, ছবির পর্দা থেকে উঠে এসে পরিণত হয়েছে মায়ানমারের বিক্ষোভের প্রতীকে

Last Updated:

মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিক্ষোভের প্রতীক হিসেবে যে তিন আঙুলের স্যালুটের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়

#মায়ানমার: প্রচলিত ধারণা বলে যে সিনেমা না কি সমাজের দর্পণ! আপাতত বিশেষ করে মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিক্ষোভের প্রতীক হিসেবে যে তিন আঙুলের স্যালুটের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, জনপ্রিয় হয়েছে প্রতিবাদের অঙ্গ হিসেবে, সেখানে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে কথাটা!
১ ফেব্রুয়ারি মায়ানমারের সেনাবাহিনী দখল করে নেয় ক্ষমতা, দেশ থেকে কার্যত গণতন্ত্রের পতন ঘটে। বন্দী করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা NLD-র অন্যতম প্রধান অং সান সু চি (Aung San Suu Kyi) এবং আরও কিছু নেতাকে। তার পর থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই তিন আঙুলের স্যালুট! যা প্রথম দেখা গিয়েছিল সুজান কলিন্সের (Suzanne Collins) উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য হাঙ্গার গেমস (The Hunger Games) ছবিতে।
advertisement
এই তিন আঙুলের স্যালুটের একটি বৈশিষ্ট্য আছে। ভালো করে দেখলে নজরে আসে যে এক দিকে যেমন হাতের মাঝের তিনটি আঙুল আকাশের দিকে উঁচিয়ে রাখা হয়েছে, তেমনই কড়ে আঙুলটি দিয়ে পিষে রাখা হয়েছে বুড়ো আঙুলটাকে। যা স্বৈরাচারী শাসনের হাতে জনতার নিষ্পেষণের প্রতীকী অর্থ বহন করে। যা গত অক্টোবরেও প্রতিবেশী দেশ থাইল্যান্ডে মহা বজ্রলংকর্নের (Maha Vajiralongkorn) শাসনের প্রতিবাদে দেখা গিয়েছিল। আর হাঙ্গার গেমস ছবিতে এটি দেখা গিয়েছিল স্বৈরাচারী শাসক স্নোয়ের বিরুদ্ধে। জেনিফার লরেন্স (Jennifer Lawrence) অভিনীত ক্যাটনিজ এভারডিন (Katniss Everdeen) চরিত্রটি এই বিক্ষোভের ধরন ছবিতে তুলে ধরেছিল।
advertisement
advertisement
তবে থাইল্যান্ডে অবশ্য এই ভাবে বিক্ষোভ জানানোর ধরন প্রথম দেখা গিয়েছিল ২০১৪ সালে। সেখানেও যখন সেনাবাহিনী ক্ষমতা অধিকার করে, দেশের যুবশক্তির একাংশ এক শপিং মলের সামনে দাঁড়িয়ে এই ভাবে বিক্ষোভ জানিয়েছিল। দেখতে দেখতে তা তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। সেনাবাহিনী এই তিন আঙুলের স্যালুটকে নিষিদ্ধ ঘোষণা করলেও তার প্রচলন বন্ধ করে উঠতে পারেনি। ২০১৪ সালে হংকংয়ের আমব্রেলা রেভোলিউশনেও (Umbrella Revolution) এর ব্যবহার নজরে এসেছিল। যা এবার মায়ানমারেও দেখা যাচ্ছে।
advertisement
বিশেষজ্ঞরা বলছেন যে শুধু থাইল্যান্ডের দৃষ্টান্ত নয়, ২০১০ সাল থেকে ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ার কারণেও বহির্বিশ্বের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে মায়ানমার- এই তিন আঙুলের স্যালুট সে কথা স্পষ্ট বুঝিয়ে দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
তিন আঙুলের স্যালুট, ছবির পর্দা থেকে উঠে এসে পরিণত হয়েছে মায়ানমারের বিক্ষোভের প্রতীকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement