নাবালিকাকে ধর্ষণ ও খুন,৩ দশক পর ধর্ষকের সাজা প্রাণঘাতী ইনজেকশন

Last Updated:

সকাল ৭টা ৪৮ নাগাদ প্রাণঘাতী ইনজেকশনের সাহায্যে তাঁকে এই শাস্তি প্রদান করা হয়েছে

#টেনেসি: স্থান মার্কিন-যুক্তরাষ্ট্রের টেনেসি । ঘটনাটি ১৯৮৫ সালের । ৭ বছরের বাচ্চা মেয়েটির বেবি সিটিং অর্থাৎ দেখভাল করছিলেন বিলি আইরিক নামক এই ব্যক্তি । তখনই সেই নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছিলেন এই ব্যক্তি । সেই অপরাধেই প্রায় দীর্ঘ ৩০ বছর পরে অবশেষে তাঁকে মৃত্যুদন্ড দিয়েছে টেনেসি আদালত ।
সকাল ৭টা ৪৮ নাগাদ প্রাণঘাতী ইনজেকশনের সাহায্যে তাঁকে এই শাস্তি প্রদান করা হয়েছে । দীর্ঘদিন আইনি জটিলতার কারণে মৃত্যুদন্ড দেওয়া স্থগিত ছিল টেনেসিতে । প্রায় এক দশক বাদে টেনেসিতে আবার কোনও অপরাধীকে মৃত্যুদন্ড দেওয়া হল । মৃতুর কয়েক ঘন্টাও অপরাধীর শাস্তি মকুবের আবেদন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট । আসামী পক্ষের আইনজীবি দাবি করেছিলেন আইরিক মানসিক ভাবে সুস্থ নন ও প্রায় ৩০ বছর ধরেই তিনি মানসিক রোগে জর্জরিত । কিন্তু এই আবেদন মঞ্জুর করেনি শীর্ষ আদালত । বিচারপতি জানিয়ে দেন আইরিক জেনে বুঝেই এই অপরাধ করেছিলেন সুতরাং তার কোনও ক্ষমা নেই । অবশেষে প্রায় ৩৩ বছর আগের অপরাধের সাজা বিষাক্ত ইনজেকশনেই পেলেন আইরিক ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
নাবালিকাকে ধর্ষণ ও খুন,৩ দশক পর ধর্ষকের সাজা প্রাণঘাতী ইনজেকশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement