Taslima Nasrin: 'মেয়েরাও রোবট নয়!' সোশ্যাল মিডিয়ায় ইমরানকে পাল্টা কটাক্ষ তসলিমার...

Last Updated:

দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার জন্য মেয়েদের স্বল্পবাসকে দায়ী করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তা নিয়ে এ বার ইমরান খানকে ঝাঁঝালো জবাব দিলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যেই এই পাল্টা তোপ তসলিমার। তাঁর মন্তব্যে ইমরানের দাবি ছিল, যদি একজন মহিলা স্বল্পবসনা হয়ে ঘুর বেড়ান, তবে তার প্রভাব একজন পুরুষের উপর পড়তে বাধ্য। যদি না রোবট হন। আর এই কারণেই নাকি বাড়ছে ধর্ষণের ঘটনা। কিছুদিন আগেও পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার কারণ হিসেবে অশালীনতাকে দায়ী করেছিলেন ইমরান। সেই সময় তাঁর সমালোচনায় সোচ্চার হয়েছিলেন দেশ ও আন্তর্জাতিক মহল। কিন্তু এবার ফের কার্যত একই সুর শোনা গেল তার গলায়।
advertisement
প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক থাকাকালীন, মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন ইমরান। সেই সময় তোলা ইমরানের একটি ছবি মঙ্গলবার ট্যুইটারে তুলে ধরেছেন তসলিমা। ছবিতে ইমরানের শরীরের ঊর্ধ্বভাগ দৃশ্যমান এবং তাঁর গায়ে কোনও জামা নেই। সেই নিয়ে তসলিমা লেখেন, ‘পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাতে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে, যদি না তারা রোবট হয়।’
advertisement
advertisement
সম্প্রতি Axio ON HBO”-র একটি অনুষ্ঠান প্রসঙ্গেই  বিতর্কিত মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর কথায়, “মহিলাদের স্বল্প বসনের প্রভাব পুরুষদের উপর পড়বেই। তা দেখে মন চঞ্চল হওয়াও স্বাভিক ঘটনা। যদি না কেউ রোবট হন তবেই তিনি এই ফাঁদ এড়িয়ে যেতে পারেন। এটা একটা খুবই সাধারণ ব্যপার।” তাঁর মতে মহিলাদের পোশাকের ধরণ ঠিক না করলে কোনও ভাবেই ধর্ষণের মত ঘটনায় রাশ টানা সম্ভব নয়। এদিকে ইমরানের এই মন্তব্যের পর তাঁর তীব্র সমালোচনা করছেন সেদেশের বিরোধী রাজনৈতিক দলের নেতারা। সমালোচনায় মুখর হয়েছে বিদ্বজনেরাও।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Taslima Nasrin: 'মেয়েরাও রোবট নয়!' সোশ্যাল মিডিয়ায় ইমরানকে পাল্টা কটাক্ষ তসলিমার...
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement