জাহাজ ভর্তি ম্যানগ্রোভ অরণ্য
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
লোক চক্ষুর অন্তরালে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার চাহিদা অনুভব করেন অনেকেই।
Shalini Datta
#সিডনি; লোক চক্ষুর অন্তরালে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার চাহিদা অনুভব করেন অনেকেই। সিডনির হোমবুশ বে তে এমনই এক ভাসমান জঙ্গল দেখতে ভিড় জমে প্রতিবছর। তবে সেটি কোন পরিতক্ত দ্বীপ না। মনুষ্য-প্রকৃতির সহচর্যে বেড়ে ওঠা এক কৃত্রিম-অকৃত্রিম অরণ্যরানি।
প্রকৃতপক্ষে একটি পরিত্যক্ত জাহাজের ওপর তৈরি হয়েছে এই ছোট্ট জঙ্গল। জাহাজটির নাম এস এস আয়ারফিল্ড। মূলত মার্কিন সেনাদের ব্যবহৃত এই জাহাজটি সিডনি এবং নিউক্যাসেলের মধ্যে যাতায়াত করত। ১৯৭২ সালে শেষবার চলার পর জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর তারপর থেকেই এই পরিত্যক্ত জাহাজে আশ্রয় পেয়েছে প্রকৃতি।
advertisement
advertisement
জাহাজের খোলায় জং ধরা কলকব্জায় আপন ছন্দে বেড়ে উঠেছে প্রকৃতি। দেখতে দেখতে জং ধরা জাহাজের কাঠামোতে তৈরি হয়েছে ক্ষুদ্র এক ম্যানগ্রোভ অরণ্য। দেখতে খানিকটা ভাসমান জঙ্গলের মত। আর সেটা দেখতেই বছরের-পর-বছর ভিড় করে আসেন সাধারন মানুষরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2019 3:57 PM IST