ভারতকে দায়ী করে আরও চাপে নেপালের প্রধানমন্ত্রী, জোরাল হল ইস্তফার দাবি

Last Updated:

ভারতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে নেপালের প্রধানমন্ত্রী দেশবাসীর নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বলেও অভিযোগ উঠতে শুরু করেছে৷

#কাঠমান্ডু: ভারতের বিরুদ্ধে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে আরও চাপে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি৷ উল্টে নিজের দেশেই তাঁর পদত্যাগের দাবি আরও জোরাল হল৷ সংবাদসংস্থা এএনআই-এর দাবি অনুযায়ী, মঙ্গলবার নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারাই তাঁর পদত্যাগের আরও জোরাল দাবি তুলেছেন৷
গত সপ্তাহেই নেপালের প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয়াদিল্লি থেকে চক্রান্ত করা হচ্ছে৷ যেহেতু তিনি বিতর্কিত মানচিত্র নেপালের সংসদে পাশ করিয়ে নিয়েছেন, তাই তাঁর বিরোধীরাই এমন চেষ্টায় মদত দিচ্ছে বলে অভিযোগ তোলেন ওলি৷ নিজের দলে তাঁর বিরোধী শিবিরের নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালকে কোণঠাসা করতেই ওলি এমন অভিযোগ তোলেন বলে মনে করা হচ্ছে৷
advertisement
কিন্তু কে পি শর্মা ওলির সেই কৌশল এখন ব্যুমেরাং হয়ে তাঁর দিকেই ফিরে এসেছে৷ মঙ্গলবার দলের ৪৪ তম স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পুষ্পকমল দাহাল, মাধব নেপাল সহ দলের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ওলির ইস্তফার দাবিতে সরব হন৷ নেপালের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওলির নেতৃত্বাধীন সরকার ন্যূনতম পরিষেবা দিতে ব্যর্থ বলে অভিযোগ তোলেন ওই নেতারা৷ ভারতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে নেপালের প্রধানমন্ত্রী দেশবাসীর নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে বৈঠকে৷ শুধু তাই নয়, বৈঠকে পুষ্পকমল দাহাল সহ একাধিক নেতা সরাসরি ওলির উপরে ব্যর্থতার দায় চাপিয়ে তাঁকে পদত্যাগ করতে বলেন বলেও ওই সংবাদমাধ্যমের রিপোর্টে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে৷ দলে ওলির বিরোধী শিবির তাঁর পদত্যাগের দাবিতে অনড় বলেই নেপালের অন্যান্য সংবাদমাধ্যমগুলিতেও দাবি করা হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতকে দায়ী করে আরও চাপে নেপালের প্রধানমন্ত্রী, জোরাল হল ইস্তফার দাবি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement