ভারতকে দায়ী করে আরও চাপে নেপালের প্রধানমন্ত্রী, জোরাল হল ইস্তফার দাবি

Last Updated:

ভারতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে নেপালের প্রধানমন্ত্রী দেশবাসীর নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বলেও অভিযোগ উঠতে শুরু করেছে৷

#কাঠমান্ডু: ভারতের বিরুদ্ধে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে আরও চাপে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি৷ উল্টে নিজের দেশেই তাঁর পদত্যাগের দাবি আরও জোরাল হল৷ সংবাদসংস্থা এএনআই-এর দাবি অনুযায়ী, মঙ্গলবার নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারাই তাঁর পদত্যাগের আরও জোরাল দাবি তুলেছেন৷
গত সপ্তাহেই নেপালের প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয়াদিল্লি থেকে চক্রান্ত করা হচ্ছে৷ যেহেতু তিনি বিতর্কিত মানচিত্র নেপালের সংসদে পাশ করিয়ে নিয়েছেন, তাই তাঁর বিরোধীরাই এমন চেষ্টায় মদত দিচ্ছে বলে অভিযোগ তোলেন ওলি৷ নিজের দলে তাঁর বিরোধী শিবিরের নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালকে কোণঠাসা করতেই ওলি এমন অভিযোগ তোলেন বলে মনে করা হচ্ছে৷
advertisement
কিন্তু কে পি শর্মা ওলির সেই কৌশল এখন ব্যুমেরাং হয়ে তাঁর দিকেই ফিরে এসেছে৷ মঙ্গলবার দলের ৪৪ তম স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পুষ্পকমল দাহাল, মাধব নেপাল সহ দলের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ওলির ইস্তফার দাবিতে সরব হন৷ নেপালের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওলির নেতৃত্বাধীন সরকার ন্যূনতম পরিষেবা দিতে ব্যর্থ বলে অভিযোগ তোলেন ওই নেতারা৷ ভারতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে নেপালের প্রধানমন্ত্রী দেশবাসীর নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে বৈঠকে৷ শুধু তাই নয়, বৈঠকে পুষ্পকমল দাহাল সহ একাধিক নেতা সরাসরি ওলির উপরে ব্যর্থতার দায় চাপিয়ে তাঁকে পদত্যাগ করতে বলেন বলেও ওই সংবাদমাধ্যমের রিপোর্টে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে৷ দলে ওলির বিরোধী শিবির তাঁর পদত্যাগের দাবিতে অনড় বলেই নেপালের অন্যান্য সংবাদমাধ্যমগুলিতেও দাবি করা হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতকে দায়ী করে আরও চাপে নেপালের প্রধানমন্ত্রী, জোরাল হল ইস্তফার দাবি
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement